সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
শাহিদের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে করিনা
ইমতিয়াজ আলি পরিচালিত 'জব উই মেট' ছবিতে করিনা-সাহিদের জুটি দর্শকের কাছে আজও পছন্দের। কিন্তু অনস্ক্রিন দারুণ কেমিস্ট্রির পাশাপাশি অফস্ক্রিন তাঁদের জুটি ভেঙে যায় তাড়াতাড়ি। সম্প্রতি, এই সম্পর্কে মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে করিনা জানান, 'জব উই মেট' যে এত সাফল্য পাবে তা ভাবতেই পারেননি অভিনেত্রী। অন্যদিকে সেই সময় তিনি 'তাসান'-এর শুটিং করছিলেন। শাহিদের সঙ্গে বিচ্ছেদের পর ছবিটি দারুণ সাফল্য পায়। একইসঙ্গে 'তাসান'-এর সেটে সইফ আলি খানের সঙ্গে তাঁর আলাপ জীবন বদলে দেয় বলে উল্লেখ করেছেন করিনা।
২৯ বছর পর মুখ খুললেন সলমনের দেহরক্ষী!
বলিউডের ভাইজান সলমন খানের দেহরক্ষী গুরমিত সিং জলি যিনি শেরা নামেও পরিচিত। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে শেরা, সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, "২৯ বছর ধরে ভাইজানের সঙ্গে রয়েছি। আমি 'সর্দার', ভাইজান 'পাঠান'। যতদিন বেঁচে থাকব, সলমন খানের সেবা আর রক্ষা করে যাব।" তিনি বলেন, "বহু অভিনেতারা নিজেদের দেহরক্ষী বদলান, কিন্তু ভাইজান আমায় এতটাই বিশ্বাস করেন যে আমায় ছাড়া ভাবতেই পারেন না। আমি ছাড়া ওঁকে কেউ সামলাতেও পারবে না।"
ভাল অভিভাবক নন বিরাট-অনুষ্কা
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অনুষ্কা শর্মা বলেছেন, তিনি এবং বিরাট কোহলি একেবারেই ভাল অভিভাবক নন। ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "বাবা, মায়েরা যতই করুক সন্তানের জন্য, তার মধ্যে সবসময় খামতি থাকবেই। ভামিকা এবং আকায়কে বুঝতে হবে ওদের বাবা,মা ত্রুটিপূর্ণ। তবেই নিজের কাজ নিজে করতে শিখবে। আমরা চেষ্টা করি বাচ্চাদের মধ্যে কিছু ভাল অভ্যাস গড়ে তুলতে। তাই আমাদের দুই পরিবারের ঐতিহ্যবাহী কিছু রান্না আমি এবং বিরাট বাচ্চাদের জন্য তৈরি করি, যাতে ওদের মধ্যে আমাদের সংস্কৃতি পৌঁছে যায়।"
