বছর শেষের উৎসব মানেই আনন্দ, হাসি আর পরিবারের সঙ্গে কাটানো উষ্ণ মুহূর্ত। আর ঠিক সেই আবহই ধরা পড়ল পতৌদি পরিবারে। সইফ আলি খান ও করিনা কাপুর খান ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বড়দিনের প্রস্তুতি। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সাজ-পোশাক, আলোকসজ্জা ও উৎসবের মুডের একঝলক তুলে ধরলেন সোহা আলি খান। ছবি দেখেই বোঝা যায়, পতৌদির পরিবারের প্রত্যেকে এখন পুরোপুরি ‘ক্রিসমাস স্পিরিট’-এ ঢুকে পড়েছেন।

 

বাড়ির এক কোণে সাজানো হয়েছে বিশাল এক ক্রিসমাস ট্রি। রঙিন আলো, ঘণ্টা, ছোট বেলুন আর সুন্দর সাজসজ্জায় গাছটি একেবারে উৎসবের কেন্দ্রবিন্দু। সেই গাছের পাশেই দেখা গেল সইফ ও করিনাকে। তাদের সঙ্গে ছিলেন বাড়ির খুদে তারকারা - তৈমুর আলি খান, জাহাঙ্গীর আলি খান এবং ইনায়া নওমি খেমু। তবে শিশুদের মুখ গোপন রাখতে ছবিতে হৃদয়ের ইমোজি বসিয়েছেন সোহা।

 

পরিবারের হাসিখুশি মুহূর্তের মাঝে ছিলেন শর্মিলা ঠাকুরও। এক ছবিতে তাঁকে দেখা গেল সোহা আলি খানের পাশে বসে খোলা হাসিতে মুহূর্ত উপভোগ করতে। উৎসবের উষ্ণতা যেন ছবির মধ্যেই ছড়িয়ে পড়েছে।

 

এর সঙ্গে ছিল আরও এক আকর্ষণ। সান্তা ক্লজ! লাল পোশাক, টুপি আর উপহারের ব্যাগ নিয়ে উপস্থিত সেই সান্তাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ছোটদের। কে কী উপহার পাবে তা নিয়েই তাদের কৌতূহল চোখে-মুখে ফুটে উঠেছে। এই মুহূর্তগুলিই শেয়ার করে সোহা লিখেছেন, “আর এইভাবেই শেষমেশ শুরু হয়ে গেল বড়দিনের সপ্তাহ!”

 

এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত এই তারকা পরিবারের সদস্যরা। ‘ছোড়ি ২ ’-এর পর সোহা আপাতত নতুন চ্যালেঞ্জের প্রস্তুতিতে। করিনা কাপুরের সামনে আছে মেঘনা গুলজারের থ্রিলার ‘দায়রা’, তার আগে তিনি দেখা দিয়েছেন ‘সিংহম এগেইন’-এ। অন্যদিকে সইফ আলি খান সম্প্রতি দেখা দিয়েছেন নেটফ্লিক্সের ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’-এ, সামনে রয়েছে প্রিয়দর্শনের ‘হেওয়ানn’, যেখানে আছেন অক্ষয় কুমারও।

 

 

বলিউডের সবচেয়ে প্রিয় রয়্যাল পরিবারের এই মিলেমিশে থাকা, উৎসবের আবহ আর সহজ আনন্দ, সব মিলিয়ে পাতৌদি বাড়ির বড়দিনের শুরুটা যেন হয়ে উঠেছে এক নিখাদ পারিবারিক উদযাপন। বছরের শেষটা তাই খান পরিবারের কাছে শুরু হলো খুশির রোশনাই, হাসি আর ভালবাসায় ভরা এক উৎসবের ছোঁয়ায়।