সংবাদসংস্থা মুম্বই: করিনা কাপুর এবং সইফ আলি খান বরাবরই তারকা জুটি হিসেবে নজির গড়েন। তাঁদের প্রেম, খুনসুটি, একে অপরের প্রতি দায়িত্বশীলতা মাঝে মধ্যেই নজর কাড়ে নেটিজেনদের।

 

করিনা কাপুর এবং সইফ আলি খান ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই সন্তান তৈমুর আলি খান ও জাহাঙ্গির আলি খান'কে নিয়ে দিব্যি সংসার করছেন পাতৌদি দম্পতি। কিন্তু সইফের সঙ্গে বিয়ের আগে করিনার প্রেম চর্চা ছিল বলিপাড়ার গুঞ্জনের রসদ। শাহিদ কাপুরের সঙ্গে করিনার প্রেমের গুঞ্জন ছিল সেই সময় 'হট টপিক'। 

 

শাহিদের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন করিনা। সেই কথা নিজের মুখে প্রকাশ না করলেও ঘনিষ্ঠ সূত্রে তেমনটাই জানা যায়। এমনকী প্রাক্তন প্রেমিকের জন্য নিজেকে বদলে ফেলেছিলেন অভিনেত্রী। বদলেছিলেন নিজের অভ্যাস থেকে পছন্দও। সারাজীবন আমিষ খাওয়ার পর শুধুমাত্র শাহিদের পছন্দের কথা মাথায় রেখে নিরামিষ খেতে শুরু করেন করিনা। যদিও এখন আমিষ খেতে অভ্যস্ত অভিনেত্রী। নিজের পুরনো অভ্যাস বদলে নতুন করে জীবন শুরু করেছেন করিনা। কিছুদিন আগেও ছেলে-মেয়েদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছিলেন শাহিদ-করিনা। যা দেখে অনুরাগীরা আপ্লুত হয়ে দাবি করেছিলেন অজান্তেই 'জব উই মেট' ছবির একটি দৃশ্য পুনরায় তৈরি করেছেন শাহিদ-করিনা।