সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ফের 'ছম্মক ছল্লো' করিনা
২০১১ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও করিনা কাপুর খান অভিনীত ছবি 'রা ওয়ান'। ছবির গান 'ছম্মক ছল্লো' বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। আজও তা দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। সম্প্রতি, দুবাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান। সেখানে 'ছম্মক ছল্লো'র তালে পা মেলাতে দেখা যায় অভিনেত্রীকে। যা দেখে তাঁর অনুরাগীরা নস্টালজিয়ায় ভেসেছেন। করিনার নাচ দেখে নেটিজেনদের বক্তব্য, যত দিন যাচ্ছে তাঁর বয়স কমছে।
পুরনো পোশাকে নজরকাড়া সুস্মিতা
চলতি বছর মেট গালা ডিনারে উপস্থিত ছিলেন বহু বলি তারকা। সেখানে নজর কাড়লেন সুস্মিতা সেন। বরাবরের মতো এবারও নিজেকে তুলে ধরলেন অনন্য সাজে। এদিন একটি কালো গাউনে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। সেই গাউনটি ১১ বছর আগেও একটি ফ্যাশন শোয়ে পরতে দেখা গিয়েছিল তাঁকে। মেট গালা ডিনারে পুরনো পোশাকে সুস্মিতাকে দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
সার্জারিতে মুখ বদল রাধিকার?
বর্তমানে নায়িকাদের কসমেটিক সার্জারি নিয়ে চর্চা তুঙ্গে। এই তালিকায় সবার উপরে রয়েছে মৌনী রায়ের নাম। সার্জারিতে মুখের গড়ন বদলে যাওয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। এবার এই তালিকায় নাকি যোগ হল রাধিকা মদনের নাম! সম্প্রতি তাঁর ছড়িয়ে পড়া ভিডিওটিতে নিজেই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী। রাধিকা লেখেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শুধু ভ্রূ বদলেছেন। মুখের অনেক অংশ এখনও পরিবর্তন করা বাকি আছে। এভাবেই এগিয়ে যান। আপনাদের শৈলী সবার সামনে আসুক।" অর্থাৎ সার্জারি করাননি রাধিকা। এআই-এর সাহায্যে নেটিজেনদের একাংশ তাঁর ছবি বিকৃত করেছেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।
