সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

করিশ্মাকে আগলালেন করিনা


বৃহস্পতিবার দুই ছেলে-মেয়েকে নিয়ে প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্যে দিল্লি পাড়ি দিয়েছিলেন করিশ্মা কাপুর। এদিন ফুলের চাদরে মোড়া বাবার মৃতদেহ দেখে আছড়ে পড়ল ছেলে কিয়ান। দু'হাতে দিদির ছেলেকে আঁকড়ে ধরেছিলেন করিনা। সামলাচ্ছিলেন বোনপোকে। দিদি করিশ্মার সঙ্গে ছায়াসঙ্গীর মতো লেগেছিলেন করিনা। এই ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

জুহির সংস্কার


মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি 'সিতারে জমিন পর'। ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বলি তারকারা। ছিলেন আমিরের কাছের বান্ধবী অভিনেত্রী জুহি চাওলাও। ওই অনুষ্ঠানে এসেছিলেন বর্ষীয়ান শিল্পী আশা ভোঁসলে। সেখানে জুহি আশার পা ছুঁয়ে তাঁকে প্রণাম করেন।‌ জুহির সংস্কৃতির এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।


ফিরছেন সময় রায়না


সময় রায়নার কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছিল। 'বাবা-মায়ের যৌনতা' সংক্রান্ত মন্তব্যের জেরে আইনি জটে পড়েছিলেন এই শো-এর সঙ্গে যুক্ত ইউটিউবাররা। বাদ যাননি সময় রায়নাও। নেটপাড়া থেকেও ধেয়ে এসেছিল কটাক্ষের ঝড়। নিজের ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও সেই সময় মুছে দেন সময়। তবে এবার খবর, ফের নতুন করে ইউটিউবে পথ চলা শুরু করছেন সময়। তবে এবার কোন বিষয় নিয়ে এগোবেন তিনি, তা এখনও জানা যায়নি।