অপেক্ষার অবসান। ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশলের সংসারে এল তাঁদের সন্তান। ৭ নভেম্বর শুক্রবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এই খুশির খবর ভাগ করে নিয়েছেন খোদ ভিকি কৌশল। তারপরই এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। 

এদিন করিনা কাপুর বিশেষ একটি শুভেচ্ছা বার্তা পাঠান ক্যাটরিনার জন্য। তিনি 'পুত্র সন্তানদের মায়েদের ক্লাব'-এ স্বাগত জানালেন ক্যাটরিনাকে। পাঠালেন শুভেচ্ছাও। বলিউডের 'পু' এদিন এই সুখবর শুনেই লেখেন, 'ক্যাট, পুত্র সন্তানদের মায়েদের ক্লাবে তোমায় স্বাগত। তোমার আর ভিকির জন্য খুব খুশি।' কেবল করিনা কাপুর নন, প্রিয়াঙ্কা চোপড়া সহ কৃতি শ্যানন, প্রমুখও শুভেচ্ছা জানিয়েছেন। 

ভূমি পেডনেকর লেখেন, 'শুভেচ্ছা।' ক্যাটরিনা এবং ভিকিকে ভালবাসা জানিয়ে কৃতি লেখেন, 'তোমাদের দু'জনকেই শুভেচ্ছা। আর এই নতুন অধ্যায়ের জন্য অনেক অনেক ভালবাসা।' অস্কারজয়ী পরিচালক গুণিত মোঙ্গা লেখেন, 'অনেক শুভেচ্ছা। ভালবাসা এবং আশীর্বাদ নিও।' প্রিয়াঙ্কা চোপড়া এদিন ভিকির করা পোস্টটি শেয়ার করে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'শুভেচ্ছা ক্যাটরিনা, ভিকি।' 

প্রসঙ্গত শুক্রবার সকাল ১১টা নাগাদ ভিকি কৌশল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে একটি টেডি বিয়ার দেখা যাচ্ছে বাচ্চাদের স্ট্রলারের মধ্যে। তার নিচে লেখা, 'আমাদের আনন্দ এসে গিয়েছে। আমাদের পুত্র সন্তান হয়েছে।' নিচে আজকের তারিখ এবং ক্যাটরিনা ও ভিকির নাম লেখা। এই পোস্টের ক্যাপশনে লেখা, 'আশীর্বাদধন্য।' নবজাতকের জন্মের খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভাসছেন ভিকি-ক্যাটরিনা। তারকারা তো বটেই, তাঁদের অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন।

গত সেপ্টেম্বর মাসেই ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাঁদের সন্তানের আসার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। এই দম্পতি একটি ছবি ভাগ করেছিলেন সমাজমাধ্যমে। সেখানে ভিকিকে ক্যাটরিনার স্ফীতোদর স্পর্শ করতে থাকতে দেখা গিয়েছিল। এই ছবিটির ক্যাপশনে তাঁরা লিখেছিলেন, 'হৃদয়ে অপার আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি।' 

গত ৬ অক্টোবর, অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজোর দিন অনুষ্ঠিত হয়েছিল ক্যাটরিনার এক ঘরোয়া সাধের বা বেবি শাওয়ারের অনুষ্ঠান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাঁদের মুম্বইয়ের বাসভবনে ৬ অক্টোবর, ২০২৫-এ এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে শুধুমাত্র তাঁদের নিকটাত্মীয় এবং কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন। তারকাখচিত জাঁকজমকপূর্ণ সাধের অনুষ্ঠানের বদলে ঘরোয়া পরিবেশে প্রিয়জনদের আশীর্বাদ নিয়ে ক্যাটরিনা তাঁর এই বিশেষ দিনটি কাটাতে চেয়েছিলেন।