সংবাদসংস্থা মুম্বই: করণ জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছেন বহু নায়ক-নায়িকা। 'ধর্মা প্রযোজনা সংস্থা'র ব্যানারে কেরিয়ার শুরু করেছেন একাধিক পরিচালক। নিত্য নতুন গল্পের মোড়কে দর্শকের কাছে বিনোদনকে করে তুলেছেন আরও প্রিয়। 

 

তারকা সন্তানদের প্রাধান্য দেওয়া প্রসঙ্গে নানাভাবে কটাক্ষের তির ধেয়ে এসেছে করণের দিকে। কিন্তু নতুনদেরও সমানভাবেই নিজের ছবি কিংবা সিরিজে কাজের সুযোগ করে দিয়েছেন তিনি। এবার আরও নতুন চমক নিয়ে আসছেন করণ। সমাজমাধ্যমে তেমনই ইঙ্গিত দিলেন। একটি ভিডিও ভাগ করে করণ লেখেন, "২৩ জন পরিচালক, ৮ জন নবাগত অভিনেতা নিজেদের যাত্রা শুরু করেছিলেন আমাদের প্রযোজনা সংস্থার হাত ধরে। অনেক গল্প ইতিমধ্যেই বলা হয়েছে। আর বাকি রয়েছে আরও অনেক গল্প বলা। আমরা নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। আশা রাখি একটা নতুন তরঙ্গের মতো উপহার দর্শককে দিতে পারব।"

 

করণের এই পোস্ট উত্তেজনা বাড়িয়েছে নেটপাড়ায়। অনেকের মতে অনন্যা পাণ্ডের ভাই অহন পাণ্ডে, সানায়া কাপুর ও ইব্রাহিম আলি খানকে নিয়ে এবার নতুন কাজ শুরুর ইঙ্গিত দিলেন করণ। অন্যান্য তারকা সন্তানদের মতোই অহন, সানায়া, ইব্রাহিমের বলিউড ডেবিউ হতে চলেছে করণের হাত ধরেই। যদিও এই খবরে সিলমোহর দেননি করণ জোহর।