সইফ আলি খানের মতোই বলিউডে পা রেখেছেন তাঁর ছেলে ইব্রাহিম আলি খান। তারকা অভিনেতার সন্তান বলে কথা! তাঁর অভিনীত প্রথম ছবি ‘নাদানিয়াঁ’ মুক্তি পাওয়ার আগেই তাঁকে নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর সেই উত্তেজনা যেন মুহূর্তে বদলে গেল সমালোচনায়। অভিনয়, নায়িকার সঙ্গে রসায়ন আর গল্প-প্রথম ছবিতেই সবকিছু নিয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হন নবাগত ইব্রাহিম।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই প্রথম ছবিটিকেই সরাসরি ‘খারাপ’ বলে বসলেন তিনি! ইব্রাহিমের ভাষায়, “খোলাখুলি বলছি। ওটা সত্যিই খুব খারাপ ছবি ছিল।”
আর সইফ-পুত্রের এই মন্তব্যেই নাকি বেজায় চটে গিয়েছেন ‘নাদানিয়াঁ’ ছবির সহ-প্রযোজক করণ জোহর। সূত্রের খবর, করণ এই মন্তব্য শুনে ‘মন খারাপ’ করেছেন। কারণ, ‘নাদানিয়াঁ’ দিয়েই যে ইব্রাহিমকে বলিউডে লঞ্চ করেছিলেন তিনিই। এমনকী, নবাগত অভিনেতার এই প্রথম ছবি মুখ থুবড়ে পড়লেও, করণ পরের প্রোজেক্ট ‘সরজমিন’-এও তাঁকে নেওয়ার ঝুঁকি নিয়েছিলেন।
করণ জোহরের এক ঘনিষ্ঠের কথায়, “করণ অকৃতজ্ঞতার সঙ্গে অপরিচিত নন। কিন্তু এই ঘটনার পর তিনি সত্যিই কষ্ট পেয়েছেন। অনেকেই তাঁকে ইব্রাহিমকে দ্বিতীয় সুযোগ না দিতে বলেছিলেন। তবুও করণ নিজের দেওয়া কথা রেখেছিলেন।” আরও এক সূত্রের দাবি, “একটা ছবি না চললেই তাকে অস্বীকার করা যায় না। সইফ আলি খানকেও তাঁর প্রথম ছবি ‘বেখুদি’ থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু কখনও তিনি সেই ছবির নামে খারাপ কথা বলেননি।”
তবে ইব্রাহিম নিজে এই বিতর্কে এখনও মুখ খোলেননি। সাক্ষাৎকারে তিনি শুধু জানিয়েছেন, নিজের পরের ছবি ‘দিলের’ নিয়েই এখন তাঁর সব ফোকাস। তিনি আরও বলেন, “আমি চাই ভালো কাজের পর আবার করণ স্যারের কাছে গিয়ে বলি, ‘এবার আবার একসঙ্গে কিছু করি।’ আমি তাঁকে গর্বিত করতে চাই।”
অবশ্য ইব্রাহিমের এই মন্তব্যের পর করণ জোহরের মুখ থেকে প্রতিক্রিয়া এখনও আসেনি। কিন্তু বলিউডের অন্দরে ফিসফিসানি, এই সইফ-পুত্রের এই মন্তব্য হয়তো তাঁদের সম্পর্কের সুরেই বেসুরো নোট লাগিয়ে দিল।
