আজকাল ওয়েবডেস্ক: যাঁর হাতের ছোঁয়ায় বলিউডে তারকা হয়েছেন অনেকে, যাঁর পার্টিতে চাঁদের হাট বসে, ইন্ডাস্ট্রির প্রায় সকলের সঙ্গেই যাঁর বন্ধুত্বের কথা শোনা যায়, সেই করণ জোহরই এ বার বলিউডের বন্ধুত্বের মুখোশ খুলে দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তাতে তোলপাড় শুরু হয়েছে মায়ানগরীতে। করণের সাফ কথা, বলিউডে আসল বন্ধুত্বের অস্তিত্ব নেই বললেই চলে; শাহরুখ খান ছাড়া বাকি সকলেই তাঁর কাছে ঘোর পেশাদার। টাকা-পয়সার ছাড়া এখানে বন্ধুত্বের কোনও দাম নেই।
সম্প্রতি প্রযোজক-পরিচালক করণ জোহর, কমল নাহাতার পডকাস্ট ‘গেম চেঞ্জার্স’-এ অতিথি হিসেবে এসেছিলেন। সেখানেই তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের কঠিন বাস্তবটা তুলে ধরেন। করণের মতে, বলিউডের বেশিরভাগ বন্ধুত্বই পার্টির চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। পেশাগত ক্ষেত্রে সেই বন্ধুত্বের কোনও প্রভাব পড়ে না। তিনি জোর দিয়ে বলেন, ছবি ফ্লপ হলেও কোনও অভিনেতা পারিশ্রমিকের টাকা ফেরত দেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার পেশাগত জীবনে বন্ধুত্ব কোনও দিন কোনও কাজে আসেনি। কোনও অভিনেতা এসে বলেন না যে, ‘আমার শেষ দুটো ছবি চলেনি, তাই আপনার টাকা ফেরত দিচ্ছি।’ টাকা ফেরত দিতে কেউ আগ্রহী নন, তাঁরা কেবল টাকা নিতেই জানেন। পার্টির সময়ে সবাই খুব ভাল মানুষ, কিন্তু আদতে সকলেই ব্যবসায়ী। আমিও এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে এসেছি, সমাজসেবা করতে নয়।”
তবে এই কঠোর পেশাদারিত্বের আবহেও একজন ব্যতিক্রমী মানুষের কথা উল্লেখ করতে ভোলেননি করণ। আর তিনি হলেন তাঁর প্রিয় বন্ধু, ‘বাদশা’ শাহরুখ খান। করণের কথায়, “শাহরুখই একমাত্র ব্যক্তি যিনি আমার বা আমার বাবা (প্রয়াত প্রযোজক যশ জোহর)-র সঙ্গে কখনও টাকা-পয়সা নিয়ে একটি কথাও বলেননি। ওঁর সঙ্গে আমার সম্পর্কটা একেবারে অন্য স্তরের। আমি ওঁকে একজন বন্ধু, একজন মানুষ, একজন সহকর্মী এবং ভাইয়ের চোখে দেখি।”
আরও পড়ুন: পুরুষরা অন্তর্বাস কিনছেন? না একটিই দিনের পর দিন পরছেন? সেটাই বলে দিতে পারে অর্থনীতির অবস্থা! কীভাবে?
স্মৃতিচারণা করে করণ জানান, শাহরুখ বরাবরই তাঁকে অন্ধভাবে বিশ্বাস করেছেন। তিনি বলেন, “শাহরুখকে শুধু বলতে হতো, ‘এই কাগজটা সই করতে হবে।’ ও সঙ্গে সঙ্গে সই করে দিত। আমি যখন পরিচালক হিসেবে ওর কাছে গিয়েছি, ও কখনও চিত্রনাট্য পর্যন্ত শুনতে চায়নি। আমি শুধু গিয়ে বলতাম, ‘আমি একটা ছবি পরিচালনা করছি এবং এই তারিখগুলো আমার দরকার।’ টাকা-পয়সা আমাদের মধ্যে কখনও আলোচনার বিষয়ই ছিল না।”
করণ স্পষ্ট করে দেন, শাহরুখ ছাড়া ইন্ডাস্ট্রির বাকি প্রায় সমস্ত অভিনেতার সঙ্গেই তাঁর সম্পর্ক নিখাদ পেশাদারি এবং এই বিষয়টি নিয়ে তাঁর কোনও আক্ষেপও নেই। তিনি আরও যোগ করেন যে, অন্য অভিনেতারা বড়জোর বন্ধুত্বের খাতিরে নিজের পারিশ্রমিক থেকে এক বা দুই কোটি টাকা কমাতে পারেন, কিন্তু নিজের বাজারমূল্যের থেকে বেশি ছাড় দিতে কেউই রাজি হন না। করণের এই অকপট স্বীকারোক্তি প্রকাশ্যে আসতেই বলিউডের অন্দরে বন্ধুত্বের আসল সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, করণের এই কথায় ইন্ডাস্ট্রির তেতো সত্যিটাই আরও একবার স্পষ্ট হয়ে উঠল।
