সংবাদসংস্থা মুম্বই: উৎসবের আগেই বড় ঘোষণা করলেন করণ জোহর। চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক করণ জোহর তার ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিগুলোর প্রিমিয়ার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একটি বিবৃতি প্রকাশ করে তিনি জানালেন, সিনেমার অভিজ্ঞতা সবার জন্য ধরে রাখতে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ওই বিবৃতিতে লেখা,‘বছরের পর বছর, বরং দশকের পর দশক ধরে, আপনারা দৃঢ়ভাবে ধর্মা প্রোডাকশনে পাশে দাঁড়িয়েছেন, আমাদের সিনেমাকে সমর্থন করেছেন, আমাদের স্বপ্নগুলি ভাগ করে নিয়েছেন এবং আমাদের জয় উদযাপন করেছেন। আমাদের প্রতি আপনার বিশ্বাস আমাদের পুরো যাত্রা জুড়ে একটি চালিকা শক্তি হিসেবে কাজ করেছে এবং আমরা আপনাদের সকলের প্রতি আমাদের গভীরতম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। প্রতিটি পর্যালোচনা এবং প্রতিক্রিয়া আমাদের কাছে অমূল্য। সেগুলি নিঃসন্দেহে আমাদের সিনেমাগুলিকে দূর-দূরান্তের দর্শকদের কাছে পৌঁছতে সহায়তা করেছে।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, "অনেক আলোচনার পর, আমরা সর্বসম্মতিক্রমে আমাদের আসন্ন সিনেমাগুলির জন্য প্রিমিয়ার শো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, তবে আমরা বিশ্বাস করি যে মিডিয়াতে আমাদের বন্ধুরা-সহ প্রতিটি দর্শক আমাদের গল্পগুলি নিয়ে যাতে সঠিকভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারে তা নিশ্চিত করার জন্য এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা বিশ্বাস করি এটি সবার জন্য কার্যকরী ও সহায়ক হবে।"
১১ অক্টোবর মুক্তি পেতে চলেছে করণের জিগরা। এই ছবির মুক্তির আগেই এমন ঘোষণায়, রীতিমতো হইচই বলিপাড়ায়।
