সংবাদসংস্থা মুম্বই: দর্শকের মুখে হাসি ফোটাতে ওস্তাদ কপিল শর্মার শো। নেটফ্লিক্স-এর 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন পর্বের অপেক্ষায় থাকেন অনুরাগীরা। তবে এবার শোকের ছায়া শো-এর অন্দরে।
প্রয়াত কপিল শর্মার শোয়ের নেপথ্য নায়ক দাস দাদা৷ 'দ্য কপিল শর্মা শো'-এর ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন তিনি। দাস দাদা অর্থাৎ কৃষ্ণ দাস গত বছর তার স্ত্রীকে হারিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি অসুস্থ হতে শুরু করেন। জানা গেছে যে দাস দাদার হৃদরোগ ছিল, যা ধীরে ধীরে বাড়তে থাকে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার মৃত্যু হয় তাঁর।
দাস দাদাকে হারিয়ে সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট করেন কপিল শর্মা। তিনি লেখেন, ‘আজ আমাদের মন ভীষণ ভারাক্রান্ত। আজ আমরা হারালাম দাস দাদাকে। অনুষ্ঠান শুরু হওয়ার পর অসংখ্য সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তিনি।’
কপিল আরও লেখেন, ‘তিনি একজন নিপাট ভদ্রলোক ছিলেন। সবসময় হাসিমুখে থাকতেন। আমাদের পাশে থাকতেন। ভীষণ মিস করব দাদা। শান্তিতে ঘুমাও। তোমার স্মৃতি থাকবে প্রতিটি ফ্রেমে, প্রত্যেকের হৃদয়ে।’
প্রসঙ্গত, ২০১৮ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের পুরস্কৃত হয়েছিলেন কপিল শর্মার এই দাস দাদা। শুধু অনুষ্ঠান চলাকালীন নয়, অনুষ্ঠানের ফাঁকে কপিল এবং তাঁর গোটা টিমের খুনসুটি মুহূর্ত তিনি তুলে রাখতেন ক্যামেরার পর্দায়।
