জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মার কানাডার রেস্তরাঁয় আবারও চলল পরপর গুলি। কানাডার সারে-তে অবস্থিত ‘ক্যাপস ক্যাফে’তে পরপর তিন দফা গুলি চালানো হয়েছে, যদিও কেউ আহত হননি বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কমপক্ষে তিন রাউন্ড গুলি চলে রেস্তরাঁর বাইরে। ঘটনায় তীব্র আতঙ্ক এলাকায়।

 

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, গুলি চালানোর পরপরই ক্যাফের বাইরের অংশে পুলিশি তৎপরতা চলছে। এরই মধ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ধিল্লোঁ ও কুলবীর সিধু ওরফে নেপালি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গুলিবর্ষণের দায় স্বীকার করেছে।

 

ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। কিছু মাসের মধ্যে এটিই ‘ক্যাপস ক্যাফে’-র উপর তৃতীয় হামলা। ফলে কপিলের কানাডা সংযোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)