সংবাদ সংস্থা মুম্বই: ‘ইমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় নজরকাড়া পারফরম্যান্স, আর বাস্তবে এখন সংসদে বিজেপি সাংসদ—এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে কঙ্গনা রানাউত নিজের রাজনৈতিক জীবনের রূপরেখা বেশ স্পষ্ট করেই টেনে দিলেন। ২০২৪ সালের জুনে মাণ্ডি থেকে লোকসভায় জিতে সাংসদ হয়েছেন কঙ্গনা। তারও আগে একাধিকবার নানা জাতীয় ইস্যুতে সরব হয়েছেন, কিন্তু রাজনীতির বাস্তবতা তাঁকে শুধুই হতবাক নয়, হয়রান-ও করেছে। তবে এর পাশাপাশি কঙ্গনার মনে কি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে জেগেছে?
কঙ্গনা অকপটে বলেন— “প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আমার নেই। ইচ্ছেও নেই। আমি বরং বড় গাড়ি, হিরে, বড় বাড়ি চাই। সুন্দর দেখতে চাই। আমি স্বার্থপরভাবে বাঁচতে চেয়েছি।” তিনি আরও বলেন, “রাজনীতি একটা সামাজিক সেবা, আর আমি আগে কখনও এই পথে হাঁটিনি। অনেকে আমাকে এসে বলছেন নালি-ভাঙা রাস্তায় সমস্যা। আমি বলছি, এটা রাজ্য সরকারের দায়িত্ব। তখন বলছে—আপনার নিজের টাকায় সারান!”
