অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও ঝড় তুলতে চলেছেন বড়পর্দায়। শেষ এক দশকে ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’–এর মতো হিট ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন মহিলা-নেতৃত্বাধীন ছবিও বক্স অফিসে দারুণ ব্যবসা করতে পারে। এখনও পর্যন্ত 'তনু ওয়েডস মনু রিটার্নস' রয়ে গেছে হিন্দি সিনেমার সর্বাধিক আয়ের নারী-কেন্দ্রিক ছবির তালিকায় শীর্ষে। আর এবার ফের সেই জাদু ফিরতে চলেছে।
খবর, কঙ্গনা নভেম্বর ২০২৫ থেকে শুরু করবেন ‘কুইন ২’-এর শুটিং। পরিচালনায় থাকছেন আগের মতোই বিকাশ বহল। সূত্রের খবর, ইতিমধ্যেই স্ক্রিপ্ট লক করা হয়েছে এবং পরিচালক রয়েছেন যুক্তরাজ্যে লোকেশন রেকির কাজে। আগের ছবির মতোই গল্পের টোন থাকবে ভারত-বিদেশ মিলিয়ে, যার মধ্যে লন্ডনকেও রাখা হয়েছে গুরুত্বপূর্ণ লোকেশনের তালিকায়। সেই সূত্রের দাবি, শক্তিশালী গল্পই কুইন ২-এর অনুপ্রেরণা। টিম অত্যন্ত আত্মবিশ্বাসী। আগের ছবির মতোই এটি দর্শকের মনে দাগ কাটবে।
‘কুইন ২’ শেষ হতেই কঙ্গনা নামবেন ‘তনু ওয়েডস মনু ৩’-এর সেটে। পরিচালনায় আনন্দ এল রাই। ইতিমধ্যেই লেখা শেষ হয়েছে ছবির চিত্রনাট্য, এবং সব ঠিক থাকলে ২০২৬ সালের গোড়াতেই ক্যামেরা ধরবেন রাই, তাঁর নতুন ছবি ‘তেরে ইশক মেঁ’ মুক্তির পরপরই।
সবচেয়ে বড় চমক? এই ছবিতে একাধিক চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। আগের দুই পর্বের মতো এটিও হবে দেশের মাটির গল্প, যেখানে মিশে থাকবে রোম্যান্স, কমেডি আর ড্রামা। আবারও ফিরবেন আর মাধবন, অর্থাৎ দর্শকরা পাচ্ছেন প্রিয় ‘তনু-মনু জুটি’-কে একসঙ্গে। সূত্রের ভাষায়, চিত্রনাট্য চমৎকার হয়েছে। নির্মাতারা ভীষণ উত্তেজিত। এবারও এই ফ্র্যাঞ্চাইজি নতুন রেকর্ড গড়বে।
‘কুইন ২’ এবং ‘তনু ওয়েডস মনু ৩’—দুটিই নিয়ে বলিউডের প্রত্যাশা তুঙ্গে। আগের সাফল্যের রেকর্ড অনুযায়ী, এই ছবিগুলি নিঃসন্দেহে হবে বক্স অফিস মানি স্পিনার।সম্প্রতি, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পুনরায় ভাগ করেন কঙ্গনা। তাতে দেখা গিয়েছে বেশ কয়েকজন কিশোরীর মাঝে দাঁড়িয়ে সঞ্চালিকা প্রশ্ন করছেন। তিনি জিজ্ঞাসা করেন, আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কী? একজনের জবাব, “আমি ভুল গিয়েছি।" আরেকজনের মন্তব্য, “এখন বোধহয় কোনও পুরুষ রাষ্ট্রপতি রয়েছেন।” আরও এক কিশোরীর দ্রৌপদী মুর্মুর নাম বলতে গিয়ে উত্তরে বলছে, “মুরুনালি, আমি জানি না। মুরুনু বা এরকমই কিছু হবে।” আরেকজন ভুল করে বলে, “রামনাথ কোবিন্দ।” আরও একজন বলেন, “জওহরলাল নেহরু, তিনি আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন।”
ব্যস! এই ওই ভিডিও দেখে রেগে আগুন কঙ্গনা। সমাজমাধ্যমে ভিডিওটি ভাগ করে অভিনেত্রী লেখেন, “যুদ্ধ নয়, অজ্ঞতাই আমাদের পরবর্তী প্রজন্মকে শেষ করবে।” বর্তমানে অভিনেত্রীর এই মন্তব্যে তোলপাড় নেটপাড়া।
