সংবাদ সংস্থা মুম্বই: ফের মুখ খুললেন কমাল রশিদ খান ওরফে কেআরকে। আর বলেই শুরু করলেন বিতর্ক। বার বার টুইট অথবা সমাজমাধ্যমে পোস্ট করা নিজের বিভিন্ন ভিডিওর মাধ্যমে কোনও না কোনও বলিউড তারকার উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেই চলেন তিনি। সময়বিশেষে মায়ানগরীর অভিনেত্রীদের নিয়ে তুলনা করতেও পিছপা হননি কেআরকে। এবার যেমন মিকা সিং এবং কপিল শর্মাকে একহাত নিলেন তিনি। 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে তাঁর সঙ্গে কেআরকে-এর কুখ্যাত ঝামেলা নিয়ে নানা কথা বলতে শোনা যায় মিকাকে। জনপ্রিয় এই বলি-গায়ক কেআরকে কটাক্ষ করে নানা মন্তব্য করেন। গায়কের মজাদার ভঙ্গিতে বলা সেই সব কথার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয় সমাজমাধ্যমে। এবার তার উত্তরে কেআরকে একটি ভিডিও আপলোড করেছেন সমাজমাধ্যমে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “মিকা একটা গাধা, একটা অশিক্ষিত, গোঁয়ার তবুও ও নিজেকে গায়ক বলে দাবি করে। ও বলেছে, দুবাইয়ে আমার সঙ্গে দেখা করে ও নাকি তর্জন-গর্জন করেছে।  আর পরেরদিন সকালে ওর নাকি সেসব ঘটনার কিছুই মনে ছিল না। এর মধ্যে স্রেফ দুবাই নিয়ে কথাটুকুর মধ্যে সামান্য সত্যি রয়েছে। আমার সঙ্গে ওর দুবাইয়ে দেখা হয়েছিল এবং তারপর থেকেই ও ঝুলোঝুলি করত আমার বাড়িতে আসার জন্য। তাই খানিক বাধ্য হয়েই ওকে ফোন করে নিমন্ত্রণ করেছিলাম। কিন্তু ও আসেনি। পরে ওর ম্যানেজারের থেকে জানতে পেরেছিলাম ভয়ে মিকা আমার বাড়িতে আসেনি। ও ভেবেছিল যদি আমি ওকে অপহরণ করে নিই! আচ্ছা, বলুন তো মিকা কে এমন যে ওকে অপহরণ করতে যাব?”


“আর কপিল শর্মা। ও আর মিকা মদ্যপ অবস্থায় আমার বাড়ির নীচে এসে দেদার অসভ্যতামি করছিল। আমার রক্ষীরা তাই ওদেরকে চড়-থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল!” কথাশেষে মিকাকে ক্ষমা চাইতে বলেছেন কেআরকে।