মঙ্গলবার  ৫১ বছরে পা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী অভিনেত্রী কাজল । পাশাপাশি তাঁর চলচ্চিত্র জীবনের ৩৩ বছরও পূর্ণ হল এই বছর।

‘দিলওয়ালে দুলহানিয়া যে জায়েঙ্গে’-র সিমরন থেকে ‘ফনাহ’-এর জুনি কিংবা ‘গুপ্ত’, ‘মাই নেম ইজ খান’-এর মতো নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের আলাদা জায়গা পাকা করে নিয়েছেন কাজল। তবে শুধু পর্দার চরিত্র নয়, বাস্তব জীবনেও কাজল বারবার উঠে এসেছেন আলোচনায়, বিশেষ করে অজয় দেবগণের সঙ্গে তাঁর দীর্ঘ ও দৃঢ় বৈবাহিক সম্পর্কের জন্য।

এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন—বিয়ে ও প্রেম সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি সময়ের সঙ্গে কতটা বদলেছে।

প্রেমের সংজ্ঞা যে কালের সঙ্গে বদলেছে, তা অকপটে স্বীকার করেছেন কাজল। তাঁর কথায়, “আগে ভাবতাম কেউ যদি আমার জন্য ১০টা চিঠি লেখে, ১৫ বার দরজায় এসে দাঁড়ায়, জানলায় ঢিল ছুঁড়ে দেয়, তাহলেই প্রেম। আজ সেটা হলে লোকটা স্টকার বা সিরিয়াল কিলার বলে পুলিশে খবর দেব!” তিনি এও বলেন, এখন বাস্তবতা অনেক বেশি আমাদের জীবনে জাঁকিয়ে বসেছে। বিশেষ করে দাম্পত্য সম্পর্কে।

 “সব মেয়ে চায় জেমস বন্ড… কিন্তু বিয়ে করলে জানবে সে কখনও তোমার প্রতি বিশ্বস্ত থাকবে না!” মন্তব্য কাজলের। অভিনেত্রীর মতে, “ছোটবেলায় সব মেয়েই ভাবে, ওর বয়ফ্রেন্ড যেন জেমস বন্ড হয়। কিন্তু বয়স বাড়লে বুঝি, ভালবাসা মানে বন্ধুত্ব। বিয়ের ভিত বন্ধুত্ব না হলে, এক সময় তিক্ততা তৈরি হয়। এক পক্ষ নয়, দু’পক্ষকেই সমানভাবে চেষ্টা করতে হয়। সম্পর্ক মানেই রোজ পরিশ্রম—আর সেটাই সত্যি।”

তিনি আরও বলেন,“আজকাল তো এমনই সময়, যখন কোনও সম্পর্ক সারাজীবন চলবে কি না, তাও বলা যায় না।”

 পর্দায় এবং বাস্তব জীবনে—একটা সময়ের পরে কাজল হয়ে উঠেছেন বৈবাহিক সম্পর্কের জনপ্রিয় মুখপাত্র।একদিকে তিনি যেমন তাঁর বাস্তব সম্পর্কের বাস্তবতা নিয়ে কথা বলেন, তেমনই অন্যদিকে পর্দাতেও তিনি বারবার চ্যালেঞ্জিং এবং গভীর চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়সত্তাকে বারবার প্রমাণ করেছেন।

সম্প্রতি কাজলকে দেখা গিয়েছে মা ও সরজমিন ছবিতে। পরবর্তী প্রজেক্ট—মহারাগিণী: কুইন অফ কুইন্স, যেখানে একেবারে অন্যরকম অবতারে ফিরতে চলেছেন তিনি।

 

 

অন্যদিকে, বলিউডে টক শোর রাজত্ব এতদিন ছিল করণ জোহরের হাতে। কিন্তু এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী, ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে! প্রাইম ভিডিও আনল একেবারে নতুন চমক – ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’, যেখানে একফ্রেমে ধরা দেবেন কাজল আর টুইঙ্কল খান্না – একদিকে আগুনে স্মার্টনেস, অন্যদিকে নিঃসংকোচ ব্যঙ্গ-রসিকতা!

 

এই ‘আনস্ক্রিপ্টেড’ টক শোতে যা ঘটবে, তা আগাম আন্দাজ করাই কঠিন। নামী বলিউড তারকারা থাকবেন অতিথি হিসেবে, কিন্তু কথা হবে একেবারে জেক নো ফিল্টার । নকশা নেই, সাজসজ্জা নেই, সোজাসুজি তির্যক প্রশ্ন, অপ্রত্যাশিত স্বীকারোক্তি আর জুড়ে দেওয়া ঝলমলে হিউমার — এককথায় ঝাঁঝালো বিনোদন!

 

কিন্তু সবথেকে মজার প্রতিক্রিয়া এল টুইঙ্কল খান্নার স্বামী তথা বলি তারকা অক্ষয় কুমার-এর কাছ থেকে। প্রোমো পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি মজার ভঙ্গিতে লিখলেন –“এই দু’জনকে একফ্রেমে দেখেই ভয় লাগছে, ভাবতে পারছি না শোতে ঠিক কী হবে!”টক শোটি প্রযোজনা করছে বানিজে এশিয়া। যেভাবে ‘কফি উইথ করণ’ বা ‘নো ফিল্টার নেহা’ টক শোর জনপ্রিয়তা পেয়েছে, এক্ষেত্রে তা যেন আরও কয়েক গুণে বিস্ফোরক। শোনা যাচ্ছে, অতিথি তালিকায় থাকছেন শাহরুখ খান থেকে শুরু করে দীপিকা, রণবীর, করিনা, রিতেশ-জেনেলিয়া — একের পর এক চমকপ্রদ নাম। ‘টু মাচ’ নিয়ে এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু।