প্রত্যেক বছর যিনি হইহই করে চারদিক মাতিয়ে রাখেন, এই বছর তিনি আর নেই। তাঁর না থাকাই যেন উৎসবের মাঝেও বিষণ্ণতা এনে দিয়েছে মুখোপাধ্যায় পরিবারে। প্রয়াত কাকু দেব মুখোপাধ্যায়কে স্মরণ করে চোখে জল তিন বোনের। কাজল, রানি মুখোপাধ্যায় এবং তানিশা মুখোপাধ্যায় শনিবার তাঁদের পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন। উদযাপনের সঙ্গেই তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন দেবকে। প্রতি বছর দারুণ জাঁকজমক এবং আড়ম্বরের সঙ্গে দুর্গাপুজো আয়োজনের জন্য পরিচিত দেব চলতি বছর মার্চে প্রয়াত হন। তাই এই বছরের উদযাপন তাঁর অনুপস্থিতিতে সেই কোলাহল, স্মৃতি এবং আবেগের মিশ্রণ বহন করছে।
দেব পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা। কাজল এবং রানির সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। দুই নায়িকাই ছিলেন তাঁর কাছের কন্যাসম। প্রত্যেক বছরই তাঁদের একসঙ্গে আনন্দে মেতে ওঠার দৃশ্য চাক্ষুষ করতেন অনুরাগীরা। এবার সেই আনন্দ যেন কিছুটা হলেও ফিকে।
এক সাক্ষাৎকারে কাজলের বোন তানিশা তাঁদের পরিবারে দুর্গাপুজোর তাৎপর্য সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দেব ছিলেন পরিবারের সেই সদস্য যিনি প্রতি বছর পুজো মণ্ডপের আয়োজনের দায়িত্ব সামলাতেন। যাবতীয় ভার বহন করতেন নিজের কাঁধে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rohit Saraiya (@rohitsaraiya.official)
“এটা আমাদের পরিবারের জন্য দুঃখের সময়। উত্তেজনাতেও কিছুটা ভাটা পড়েছে। কারণ এই বছরে আমাদের পরিবারে তিনটি মৃত্যু ঘটেছে। আমাদের দেবু কাকা, যিনি প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন করতেন, আর নেই, তাই এইবার পুজায় উপস্থিত হওয়া আমাদের জন্য কিছুটা কঠিন। তবে আনন্দও আছে, কারণ আমরা তাঁর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছি।”
তানিশা আরও জানান, দেব সব সময় আশা করতেন যে প্রতি বছর পুজোর আয়োজন আরও সুন্দর হয়ে উঠবে। সময়ের সঙ্গে বাড়বে জাঁকজমক, আনন্দ। তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানাতে বিশেষ পরিকল্পনা করছে পরিবার। যার মধ্যে রয়েছে কিছু বিশেষ উদ্যোগও।
অভিনেত্রী আরও বলেন, “দেব মুখার্জি চেয়েছিলেন দুর্গাপুজোর সময় আরও বেশি সংখ্যক মানুষ খাবার পান। তাই এই বছর আমরা উৎসব চলাকালীন সময়ে অনেক মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছি।”
প্রতি বছরই মুখার্জি পরিবারের এই পুজো মুম্বইয়ের অন্যতম আকর্ষণ, আর এবার উৎসবের শুরুতেই এই দুই তুতো বোন কাজল এবং রানিকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়েছেন তাঁদের অনুরাগীরা। শাড়িতে টুইনিং করতেও দেখা গেল এই দুই 'কুছ কুছ হোতা হ্যায়' নায়িকাকে। পুজোর মূল পর্ব শুরু হওয়ার আগেই এই দুই অভিনেত্রী প্যান্ডেলে এসে দুর্গা প্রতিমার সামনে প্রার্থনা করেন এবং ছবিও তোলেন। উৎসবের সহ-আয়োজক হিসাবে রানি প্রতি বছরের মতোই এবারেও ব্যস্ত ছিলেন অতিথিদের আপ্যায়ন এবং পুজোর আয়োজন তদারকি করতে। দেব না থাকলেও তাঁর ইচ্ছাপূরণে কোনও খামতি রাখছেন না কাছের মানুষেরা।