সংবাদ সংস্থা মুম্বই: একটা সময় ছিল, যখন কাজল ছিলেন যশ রাজ ফিল্মস-এর প্রিয় নায়িকা। ‘দিলওয়ালে দুলহানিয়া যে জায়েঙ্গে’, ‘ফনা’-র মতো আইকনিক ছবির নায়িকা হিসেবে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কিন্তু ২০১২ সালে সেই সম্পর্কের ওপর নেমে আসে কালো মেঘ। কারণ, তাঁর স্বামী অজয় দেবগণের প্রযোজিত ‘সন অফ সর্দার’–এর মুক্তি নিয়ে সংঘর্ষ বাধে যশ রাজ ফিল্মস-এর ছবি ‘যব তক হ্যায় জান’–এর সঙ্গে। আর এই সংঘাতের মাঝখানে পড়ে একেবারে অসহায় হয়ে পড়েন কাজল।
দীর্ঘ এক দশক এই প্রসঙ্গে নিঃশব্দ থেকেছেন তিনি। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল অবশেষে মুখ খুললেন এই বিষয়ে। জানালেন, সেই যন্ত্রণার কথা, যেখানে তিনি ছিলেন সেই দু’পক্ষের মাঝে পড়ে যাওয়া তাদের ‘ভালবাসার মানুষ’—কিন্তু করতে পারছিলেন না কিছুই।
সাক্ষাৎকারে কাজল বলেন— “ঝগড়া কখনওই সহজ নয়, আর যদি দীর্ঘদিন তা অমীমাংসিত থেকে যায়, তা হলে তো আরও কঠিন। ওটা এমন একটা পরিস্থিতি ছিল যেখানে দু’দিকেই আমি ঘনিষ্ঠ ছিলাম। দু’পক্ষই নিজের পক্ষে লড়ছিল। আমি কিছু করতে পারিনি—এবং সেটা ছিল খুব কষ্টের।” তিনি আরও যোগ করেন— “এইরকম সময়ে সবথেকে ভাল পন্থা হল চুপ করে থাকা, সময়কে যেতে দেওয়া। কারণ সময়ই একমাত্র জিনিস যা বদল আনতে পারে।”
২০১২ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছিল অজয় দেবগণ-এর সন অফ সর্দার এবং যশ রাজ ফিল্মস-এর ‘যব তক হ্যায় জান’। কিন্তু মুক্তির আগেই অজয়ের প্রোডাকশন হাউস অভিযোগ তোলে যশ রাজ ফিল্মস-এর বিরুদ্ধে—তাদের দাবি ছিল, যশ রাজ ফিল্মস নিজেদের প্রভাব খাটিয়ে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনগুলো কেড়ে নিচ্ছে, যাতে 'সন অফ সর্দার' যথেষ্ট স্ক্রিন না পায়।
এ নিয়ে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (Competition Commission of India)-তে অভিযোগ দায়ের হয়। বলিউডে ছড়িয়ে পড়ে চাপা উত্তেজনা, আর সেই বিতর্কের মাঝে পড়ে যান কাজল, যিনি একদিকে যশ রাজ ফিল্মস-এর ঘনিষ্ঠ বন্ধু, আবার অন্যদিকে স্বামীর পাশে থাকার দায়িত্ব পালন করছিলেন।যত দিন গেছে, তত নীরব হয়েছে সেই পুরনো ক্ষত। আজ কেউই আর ওই সংঘর্ষের কথা তোলেন না। কাজল নিজেও বলেন—“পরিবর্তন আসবেই, এটা ছাড়া আর কিছুই স্থায়ী নয়। তাই সময়ই সব ঠিক করে দেয়।”
সম্প্রতি ‘মা’ ছবিতে এক মায়ের ভূমিকায় কাজলের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। এখন তিনি ব্যস্ত জিও হটস্টার-এর ‘সরজমিন’–এর কাজ নিয়ে। এছাড়াও আসছে তাঁর 'দ্য ট্রায়াল সিজন ২'।
