সংবাদসংস্থা মুম্বই: ২০০১ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, কাজল, করিনা কাপুর খান ও হৃতিক রোশন অভিনীত ছবি 'কভি খুশি কভি গম'। করণ জোহর পরিচালিত সেই ছবিতে ছোট্ট 'পু'-এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালবিকা রাজ। যদিও তিনি এখন আর সেই ছোট্টটি নেই। খুব তাড়াতাড়িই মা হতে চলেছেন মালবিকা। 

 

 

 

 

অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে এই সুখবর দিয়েছেন। জানিয়েছেন যে তিনি এবং তাঁর স্বামী প্রণব বাগ্গা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। সেই মুহূর্তটা তাই দু'জনের জন্যই বিশেষ হতে চলেছে। পর্দায় বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলতে তিনি অভ্যস্ত, এবার সেই মালবিকাই নিজেকে প্রস্তুত করছেন বাস্তব জীবনের সবচেয়ে বড় চরিত্রের জন্য।

 

 

 

মালবিকা তাঁর স্বামী প্রণবের সঙ্গে বেশকিছু ছবি ভাগ করে নিয়েছেন। যেখানে তাঁদের দু'জনকে বাবা ও মা লেখা দুটি টুপি পরে থাকতে দেখা যাচ্ছে। অভিনেত্রী তাঁর গর্ভাবস্থা পরীক্ষার কিট নিয়ে পোজ দিয়েছেন। ছবিগুলোতে ধরা পড়েছে দম্পতির খুনসুটিও।

 

 

 

প্রসঙ্গত, ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন মালবিকা। পাত্রের নাম প্রণব বগ্গা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। একাধিক কোম্পানির ডিরেক্টর। প্রায় ১০ বছরের প্রেম মালবিকা-প্রণবের। বিয়ের দেড় বছরের মাথায় দম্পতি দুই থেকে তিন হতে চলেছেন। মালবিকার ওই পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন বলি তারকা থেকে নেটিজেনরা।