বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন যিশু সেনগুপ্ত। হিন্দি ছবিতেও তিনি সমানভাবে দর্শকের মন জয় করেছেন। তবে একটা ব্যাপার অনেকের নজর কেড়েছে—বলিউডের বেশ কিছু ছবিতে তাঁকে শক্তিশালী নারী চরিত্রের স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি 'ট্রায়াল সিজন ২'-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে যিশু নিজেই মজা করে জানালেন এর আসল কারণ।

 

 

 

মুম্বই সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল—কেন তিনি বারবার এই ধরনের চরিত্রে অভিনয় করছেন? যিশু রসিকতার সুরে উত্তর দেন, “পয়সা।” তিনি বলেন, “যা চাই, প্রযোজকেরা দিয়েছেন, তাই করেছি। টাকা ঠিকমতো দিলে আমি চরিত্রে প্রাণ দেওয়ার চেষ্টা করি।” তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি শুনে উপস্থিত সবার মধ্যেই হাসির রোল ওঠে।

 

 

 

তবে শুধুই টাকা নয়, যিশু যুক্তি দিয়ে বলেন, চরিত্র যদি ভাল হয়, গল্প যদি দর্শকের মন ছুঁতে পারে—তাহলে অভিনেতা হিসেবে তাঁর আর কিছু চাওয়ার থাকে না। তাঁর বক্তব্য, “দর্শক যদি মনে না করে আমি একই রকম চরিত্র বারবার করছি, তাহলে আমার বিরক্ত হওয়ার কিছু নেই। যতদিন পরিচালক-প্রযোজকেরা আমাকে এই চরিত্র দেবেন, আমি করব।”

 

 

 

 

গত কয়েক বছরে যিশুর চলচ্চিত্র তালিকায় নজর দিলে দেখা যাবে—“মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি', 'শকুন্তলা দেবী' কিংবা অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'—সব ক’টিতেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। কখনও রানির স্বামী, কখনও আবার শক্তিশালী নারী চরিত্রের সঙ্গী হয়ে তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। যদিও তাঁর চরিত্রগুলো কেন্দ্রীয় নায়িকার ছায়াতেই থেকেছে, তবুও যিশুর অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকেরা।

 

 

 

শুধু তাই নয়, এবার তিনি আসছেন নতুন এক ছবিতে—'ভূত বাংলো' এই ছবির পরিচালক প্রিয়দর্শন এবং ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, তাবু ও পায়েল রাওয়ালের মতো তারকারা। নতুন ছবির প্রসঙ্গে যিশুর মন্তব্য, “যতদিন মনে হবে চরিত্র ভাল, ততদিন করব। ভাল ছবিতে ভাল অবদান রাখাই আসল।”

 

আরও পড়ুন: দাম্পত্যের ৩৭ বছর পর ঠিক কী কারণে বিয়ে ভাঙছে গোবিন্দা-সুনীতার? সত্যিটা সামনে এনে কী জানালেন অভিনেতার আইনজীবী?

 

অভিনেতার এই মন্তব্যে স্পষ্ট, টাকার প্রসঙ্গ তিনি মজা করে বললেও কাজের প্রতি তাঁর আন্তরিকতা একেবারেই অটুট। চরিত্র ছোট হোক বা বড়—গুরুত্বপূর্ণ হলে তিনি তা গ্রহণ করতে দ্বিধা করেন না। দর্শককেও তিনি বারবার প্রমাণ করেছেন, যে কোনো ভূমিকাতেই তিনি নিজের অভিনয়ের ছাপ রাখতে পারেন।

 

 

 

 

 

প্রসঙ্গত, আগামীতে টলিউডেও একগুচ্ছ কাজ রয়েছে যিশুর ঝুলিতে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে 'নিতাই'-এর চরিত্রে দেখা মিলবে তাঁর।