সংবাদসংস্থা মুম্বই: দীর্ঘ ১৪ বছর পর ফের জুটি বাঁধছেন অক্ষয়কুমার-প্রিয়দর্শন জুটি। পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় 'ভূত বাংলা' ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে পরেশ রাওয়ালকেও। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে থাকছেন তাবু-ও। ২০০০ সালে 'হেরা ফেরি' ছবির পর ফের একবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা। জানা যাচ্ছে, ২০২৬-এর ২ এপ্রিল মুক্তি পেতে চলেছে 'ভূত বাংলা'।
'ভূত বাংলো' ছবি নাকি আদতে 'ভুল ভুলাইয়া' ছবির স্পিন অফ। অর্থাৎ ২০০৭-এ মুক্তি পাওয়া অক্ষয়-প্রিয় ওই হরর-কমেডি ছবির শুরু হওয়ার আগের গল্প। ছবির চরিত্রগুলির শুরুর গল্প। একে 'ভূত বাংলো'ও ‘ভুলভুলাইয়া’র মতো হরর-কমেডি। তার ওপর এই ছবিতেও রয়েছেন অক্ষয়, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানিরা। একেবারে ‘ভুলভুলাইয়া’ ছবির কাস্ট। ফলে দুইয়ে দুইয়ে চার করা শুরু করেছে নেটিজেনরা।
ছবির শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। শুক্রবার সকালেই এল ছবি ঘিরে আরও এক চমক। 'ভূত বাংলা'য় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত। সমাজ মাধ্যমে শুটিং ফ্লোর থেকে ছবি ভাগ করে এমনটাই জানিয়েছেন অভিনেতা। এর আগে বলিউডের বহু ছবি, সিরিজে কাজ করে দারুণ প্রশংসা পেয়েছেন যিশু। এই হরর-কমেডি ছবিতে ঠিক কোন চরিত্রে থাকছেন যিশু, তা জানার অপেক্ষায় দর্শক।
