নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েকদিন ধরেই অভিনেতা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের সমাজমাধ্যমের পোস্ট নজর কাড়ছে নেটিজেনদের। নববর্ষে ঘোষণা করেছিলেন যিশু ও সৌরভের নতুন প্রযোজনা সংস্থার। নাম রেখেছেন 'হোয়াই সো সিরিয়াস'। এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও।
টলিউড থেকে বলিউডে নজর কেড়েছেন যিশু। সেই সঙ্গে তাঁর অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণী ছবির জগতেও। কাজ করেছেন বহু নামজাদা পরিচালকের সঙ্গে। জানা যাচ্ছে, এবার পরিচালক রোহিত শেট্টির সঙ্গে হাত মেলাচ্ছেন যিশু। রোহিতের প্রযোজনা সংস্থা 'রোহিত শেট্টি পিকচার্স'-এর সঙ্গে যুক্ত হতে চলেছে যিশুর নাম। এমনই ইঙ্গিত দিলেন অভিনেতা। সমাজমাধ্যমে একটি পোস্টার ভাগ করেছেন যিশু, যেখানে 'রোহিত শেট্টি পিকচার্স'-এর ব্যানারে তাঁর নাম লেখা রয়েছে। সঙ্গে লেখা, 'অল দ্য বেস্ট বস'।
এখান থেকেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, তবে কি এবার রোহিতের ছবিতে দেখা যাবে যিশুকে? অ্যাকশন ঘরানার ছবিতে বরাবরই সাফল্য পেয়েছেন রোহিত। এবার তাঁর ছবিতে নতুন সংযোজন যিশু সেনগুপ্ত? যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি কেউই। এদিকে, নেটপাড়ার কানাঘুষো, যিশু-সৌরভের প্রযোজনা সংস্থার সঙ্গেও হাত মেলাতে পারেন রোহিত শেট্টি। ঠিক কোন অনুপাতে দুই তারকা একসঙ্গে কাজ করছেন, তা যদিও এখনও স্পষ্ট নয়।
