এবার পরিচালকের আসনে যিশু সেনগুপ্ত। দুর্গাপুজোর প্রায় এক মাস বাকি, তার আগেই পুজোর গান নিয়ে আসছে যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থা 'হোয়াই সো সিরিয়াস'। যেখানে পরিচালনার আসনে রয়েছেন যিশু সেনগুপ্ত। ইন্দ্রদীপ দাসগুপ্তের সুর অন্তরা মিত্রর কন্ঠে শোনা যাবে পুজোর গান 'দুগ্গা মা এসেছে'। গানটির কথা লিখেছেন প্রসূন। এই গানে প্রধান মুখ হিসাবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। এছাড়াও থাকছেন ইন্দ্রাশিস রায় ও রাহুল মজুমদার।

ইতিমধ্যে গানের শুটিং শেষ, প্রকাশ্যে এসেছে অভিনেত্রী দর্শনা বণিকের প্রথম ঝলক। প্রথম ঝলকেই অভিনেত্রীকে দেখা গিয়েছে লাল শাড়িতে পুজোর লুকে। কয়েক মাস আগেই যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রোডাকশন হাউজ 'হোয়াই সো সিরিয়াস' এর ঘোষনা করা হয়েছিল। এবার তাঁদের প্রযোজনাতে এই প্রথম প্রজেক্ট আসছে 'দুগ্গা মা এসেছে'।

যিশু সেনগুপ্তর কথায়, "পুজো আমাদের কাছে রিইউনিয়নের মতো। গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে৷ বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসবকে কেন্দ্র করে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে সেরকম একটা গল্প বলতে চেয়েছি।"
অন্যদিকে সৌরভ দাসের কথায়, "আমাদের প্রোডাকশন হাউস থেকে ভাল সিনেমা, ভাল গান, ভাল ওয়েবসিরিজ বানানো হবে। শুধু সিনেমা নয়, এন্টারটেনমেন্টের সমস্ত ধরনের প্রজেক্ট আমরা তৈরি করব। দর্শকের কাছে ভাল প্রজেক্ট উপহার দেব। আরও অনেক প্রস্তুতি চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আশা করছি, পুজোর এই গান সবার মন ছুঁয়ে যাবে।"

কয়েক মাস আগেই যিশু ও সৌরভ তাঁদের নতুন যাত্রা অর্থাৎ প্রযোজনা সংস্থা শুরু করলেন। নাম রেখেছেন 'হোয়াই সো সিরিয়াস'। এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও। জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার প্রথম ছবির পরিকল্পনা শেষ।
ছবি, ওটিটি প্রজেক্ট, মিউজিক ভিডিও সবকিছুই থাকবে তাঁদের প্রযোজনায়। নতুনদের সুযোগ দেওয়ার কথাও ভাবছেন দুই তারকা। আজকাল ডট ইন-কে সৌরভ বলেন, "ঋতুপর্ণ ঘোষ যিশুদার পথপ্রদর্শক ছিলেন। তাঁর কৃতির ছাপ তো আর প্রযোজনায় পাব না। কিন্তু আরও একজন খ্যাতিমান মানুষ হলেন মহেশ ভাট। আমাদের প্রযোজনায় তাঁকে পুরনো আঙ্গিকে ফিরে পাবেন দর্শক। বলা যেতে পারে, আমাদের প্রযোজনা সংস্থা হাত ধরে প্রথমবার টলিউডে কাজ করছেন মহেশ ভাট।"
