নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় সম্পর্ক ভাঙতে বা জুড়তে বেশি সময় লাগে না! যখন একাধিক তারকার প্রেমের ভাঙার খবরে উত্তাল বিনোদন জগত, এর মাঝেই এল জোড়ার খবর। প্রেমে পড়লেন অভিনেত্রী জেসমিন রায়। সমাজমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবিও ভাগ করলেন তিনি।
শনিবার বিকেলে 'গিবলি আর্ট'-এর সুযোগ নিলেন জেসমিন। প্রেমিকের সঙ্গে একটি অ্যানিমেটেড ছবি সমাজমাধ্যমে ভাগ করলেন। যদিও ওই ছবিতে স্পষ্ট নয় জেসমিনের মনের মানুষের মুখ। ছবিটি ভাগ করে জেসমিন লেখেন, "তাঁর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল, যখন আমি একা থাকতে চেয়েছিলাম। কিন্তু এখন তাঁকে ঘিরেই দিন কাটে।"
এই পোস্ট দেখে নেটিজেনদের বুঝতে বাকি থাকেনি যে, ফের প্রেমে পড়েছেন নায়িকা। তবে এবার প্রেমিককে আড়ালেই রাখতে চান জেসমিন। তাই আবছা ছবিতে বুঝিয়ে দিলেন ভালবাসার কথা।
প্রসঙ্গত, অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে জেসমিনের সম্পর্ক থেকে বিচ্ছেদ এক সময় ছিল নেটিজেনদের চর্চায়। এরপর অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গেও নাম জড়ায় তাঁর। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি অভিনেত্রীর। এক সময় একা থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজেকেই। কিন্তু সময়ের সঙ্গে প্রেমকে দ্বিতীয় সুযোগ দিলেন জেসমিন।
