ছবির শুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতা জিতু কামালকে। বুকে ব্যথা, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। দুশ্চিন্তায় ছিলেন তাঁর পরিবার-সহ অনুরাগীরা। তবে এবার সুখবর। খানিকটা সুস্থ হয়ে অবশেষে শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেতা। মঙ্গলবার থেকেই জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং শুরু করছেন। সোমবার শুটিং বন্ধ রয়েছে ধারাবাহিকের। কিছুদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ ট্র্যক আসতে চলেছে ধারাবাহিকে। আর্য এবং অপর্নার বিয়ে। যেখানে জিতুকে ছাড়া শুটিং কিছুতেই সম্ভব না। তবে জিতুর শারীরিক অবস্থার উন্নতি না হলে নিশ্চয়ই গল্প খানিকটা বদলাতে হত। সকলের আশীর্বাদ এবং ভালবাসায় আবার শুটিং ফ্লোরে ফিরে কাজ শুরু করবেন তিনি।

জিতুর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে তাঁর সহ-অভিনেতারা সকলেই সামাজিক মাধ্যমে তাঁর সুস্থতা কামনা করে আবার কাজে ফেরার পোস্ট করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর সামাজিক মাধ্যমে জিতু লেখেন, ‘হাসপাতালের বেডে শুয়ে হাতে রিভেন অথবা দুঃখী মুখ করে আমি শীঘ্রই ফিরে আসব এই সহানুভূতিশীল ক্যাপশনগুলো দেওয়ার বা ছবি তোলার কখনই আমি পক্ষপাতিত্ব করি না। যারা করেন তাদের বিরুদ্ধাচারণও করিও না। দেখুন গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া মানেই গাড়ি খারাপ হয়ে গেছে এমন নয়,অথবা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই গাড়ি সার্ভিস সেন্টারে গেছে,এমনও নয়। মানব শরীরও তো একটা যন্ত্র।  যন্ত্র তো মাঝে মাঝে খারাপ হবেই, অথবা বিকল হবে। তাকেও সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে। হাসপাতালে এসেছি আবার ফিরে যাব। এ অত্যন্ত সাধারণ ঘটনা।' কেন এমনটা হল জানিয়ে তিনি আরও লেখেন, ‘এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি, সেই কাজ দুটো আমি ভীষণ ভীষণ ভীষণ উপভোগ করছি,আনন্দ পাচ্ছি করতে। মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম কাজ দু’টো নিয়ে। তাই জন্য খাওয়া-ঘুমের সময় আমি ভুলে গিয়েছিলাম।  সেটা আমার দোষ।’


হঠাৎ অসুস্থতার কারণে প্রযোজনা সংস্থার কাছে ক্ষমা চেয়ে নেন জিতু। তবে তাঁদের খুব বেশিদিন অপেক্ষা করালেন না অভিনেতা। কারণ শুটিং ফ্লোর থেকে দূরে থাকা জিতুর জন্যও কঠিন। তাই তাঁর জন্য কোনও শুটিং আটকে যাক, এমন একেবারেই চাননি অভিনেতা। শুটিং আটকে যাওয়া মানে কলাকুশলীদেরও বড় ক্ষতি, সেই কারণে নিজেকে সুস্থ করে আবার ফ্লোরে ফিরছেন জিতু।

বিয়ের শুটিং মানে তাতে অনেকটাই চাপ থাকে, তবে চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকেও জিতুর শারীরিক অবস্থার কথা মাথায় রাখা হচ্ছে। নিজের শরীরের খেয়াল রেখে অবশ্যই শুটিং করবেন জিতু। কারণ কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, এতদিন নিজের শরীরের খেয়াল রাখেননি তিনি। তবে সুখবর এটাই যে সকলের প্রিয় অভিনেতা আবার ফ্লোরে ফিরছেন। কিছুদিনের মধ্যেই পর্দায় আবার জিতুকে দেখতে পাবেন দর্শকেরা