পুরনো বিতণ্ডার পালে নতুন হাওয়া! ফের দ্বন্দ্বে জড়ালেন জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়। গুঞ্জন, পর্দার ‘অপু’ ওরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নাকি জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্যে ঘোর আপত্তি জানিয়েছেন। ধারাবাহিকের বর্তমান গল্পে আর্য–অপর্ণার বিয়ে পর্ব। তাই ঘনিষ্ঠতা দেখানো জরুরি বলে মনে করেছে প্রযোজনা সংস্থা। কিন্তু সেই দৃশ্যে নাকি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না দিতিপ্রিয়া।
শোনা যাচ্ছে, এই কারণে তিনি কল টাইমের অনেক দেরিতে ফ্লোরে পৌঁছন, আর শুটিং নিয়েও প্রায়ই আপত্তি তোলেন। ফলে কাজের গতি নাকি ব্যাহত হচ্ছে।
এতদিন মুখে কুলুপ আঁটলেও অবশেষে মুখ খুললেন জিতু। আজকাল ডট ইন-কে এক বার্তার মাধ্যমে তিনি জানান, “কোনও রকমের কোন অনভিপ্রেত ঘটনা ঘটলে আমি সংবাদমাধ্যমকে একটু এড়িয়ে যাই,আমাকে ক্ষমা করুন। আমি চাই না ঘরের খবর বাইরে দিতে তবুও নিজের রক্ষার্থে যতটুকু করার আমি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় করব।”
এরপরেই একটি ফেসবুক পোস্টে জিতু লেখেন, ‘হ্যাঁ,আমার সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন। আমি খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই, শরীর খারাপের মিথ্যে নাটক করছি, তা নাহলে ১০ ঘণ্টা কাজ করছে কী করে হসপিটাল থেকে ফিরে। এইসব অভিযোগগুলি তুলেছেন। প্রোডাকশন মারফত আমি এই সব শুনতে পেলাম এবং সেই প্রোডাকশনের দু-তিনজন(এই সিরিয়ালটি সৃজনেরশীলতার দায়িত্বে রয়েছেন)এটাকে সহমত জানিয়ে বলেছেন যে আপনি চাইলে ছেড়ে দিতেও পারেন। (ওপরের সবকটা অভিযোগই কিন্তু মৌখিক ভাবে আমাকে জানানো হয়েছে)। এবার সত্যিই আমি নিজেই প্রশ্নের মুখে পড়েছি, আমার কি কোন আত্মসম্মান নেই?? তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার কারুর প্রতি বিশেষ কোনও অভিযোগ নেই।’ (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)।
‘কঠোর সিদ্ধান্ত’ বলতে কোন দিকে ইঙ্গিত করছেন জিতু? সহ-অভিনেত্রীর সঙ্গে বিতণ্ডার জেরে কি তবে ধারাবাহিক ছাড়বেন তিনি? তা যদিও স্পষ্ট করে জানাননি অভিনেতা।
সমাজমাধ্যমে জিতুকে নিয়ে সরব হয়েছিলেন দিতিপ্রিয়া। অভিযোগ এনেছিলেন, অশালীন মন্তব্যের! তবে চুপ থাকেননি জিতুও। তিনিও পাল্টা পোস্টের মাধ্যমে নিজের দিকটা সাফ জানিয়েছিলেন। এরপর প্রযোজনা সংস্থা এসভিএফ-এর মধ্যস্থতায় দু'জনের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়।
আবারও একসঙ্গে কাজ করেন তাঁরা। কয়েকদিন আগে দিতিপ্রিয়া অসুস্থতার জন্য নেটপাড়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন জিতু। এমনকী জিতুর অসুস্থতার সময়ও সহ-অভিনেতার সুস্থতা কামনা করে পোস্ট করেছিলেন দিতিপ্রিয়া। কিন্তু এর মাঝেই হঠাৎই কী এমন ঘটল আবার নায়ক-নায়িকার মাঝে?
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল দিতিপ্রিয়ার সঙ্গে। তবে এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে ধারাবাহিকের অন্দরের খবর, এই বিষয়ে আবারও মধ্যস্থতা করছে প্রযোজনা সংস্থা। তবে এক্ষেত্রে ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।
