বাস্তবে শান্তিপ্রিয় মানুষ অভিনেতা জিতু কমল। কিন্তু এ বার তিনি বাধ্য হয়েই নাকি আইনের সাহায্য নিতে চলেছেন! তবে সবটাই অবশ্য মজার ছলে। সামাজিক মাধ্যমে নিজেই ফাঁস করলেন অভিনেতা, ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারার অধীনের আওতায় কেস করছেন তিনি। আর এই বিশেষ অভিযুক্ত আর কেউ নন—জিতুর আদরের ভাইজি!

তবে ঘটনাটা একেবারেই সিনেমার গল্প  নয়—পুরোটাই ভালবাসা মাখানো মজার গল্প। না, কোনও পরিচালক বা প্রযোজক নন। অভিযুক্ত আসলে তাঁর নিজের ভাইজি! আর অপরাধ? “মেকআপের নামে রক্তারক্তি!”

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইজির সঙ্গে ছবি পোস্ট করে জিতু লিখলেন—  “আমি আমার মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে Section 323 IPC কেস করলাম, পাশে থাকবেন গাইজ!”

 

 

ঘটনাটা হল—ভাইজির হাতে মেকআপ করতে গিয়ে মুখ রাঙালেন জিতু। কিন্তু খেলাচ্ছলে কপালে সামান্য চোট! তাতেই নাকি ‘রক্তারক্তি কান্ড’। ছবি শেয়ার করে প্রমাণও দিলেন অভিনেতা।

যদিও একেবারেই মজা করে করা পোস্ট, তবু অনুরাগীরা কমেন্ট সেকশনে একেবারে হেসে খুন। কেউ লিখলেন— “জিতুদা, ভাইজির হাতে পড়লে আইন বাঁচাতে পারবে না।” কেউ বা লিখলেন, “ভাইজির মেকআপের সামনে কোনও কোর্ট টিকবে না।”

আসলে জিতু কমল মানেই সরলতা আর পজিটিভিটি। কখনও ভাইজির মিষ্টি মেকআপ সেশন, কখনও বারান্দার পাখির ভিডিও—সবসময়ই জীবনকে হালকা, সুন্দর করে তুলতে চান তিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য সিংহ রায় হিসেবে তিনি এখন দর্শকের ঘরের মানুষ। তবে নিজেকে কখনও স্টার ভাবেন না। ভক্তদের বলেন নিজের দ্বিতীয় পরিবার।

এক কথায়, ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারার মামলাও যখন ভালবাসা-হাসির হাতিয়ার হয়, তখন বোঝাই যায়—জিতু কমলের জীবনেই পজিটিভিটি হল আসল স্টারডম।