স্বামী জিতের দেখানো পথেই এবার মোহনা মদনানি। বিনোদন জগতে পা রাখলেন তিনি। তবে ক্যামেরার সামনে নয়, বরং গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন মোহনা।
এতদিন প্রচারের আলো থেকে সাধারণত দূরেই থাকতেন মোহনা। ২০২৫-এর প্রায় শেষ লগ্নে এসে নতুন সফর শুরু করলেন জিতের বেটার হাফ। গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন মোহনা মদনানি। মুক্তি পেল তাঁর গাওয়া প্রথম গান, জনপ্রিয় ভক্তিগীতি 'ওম জয় জগদীশ হরে'।
মোহনা মদনানির গাওয়া এই গানটির নিবেদন করেছে গ্রাসরুট জ্যোতি। ওম জয় জগদীশ হরে গানটির এই নতুন ভার্সন, যেটি মোহনা গেয়েছেন সেখানে ভক্তির সঙ্গে মিশে গিয়েছে শান্তির আবেশ। ভারতের বিভিন্ন বাড়িতে পুজোর সময় যে গান ব্যবহৃত হয়, সেটিকে যে নিজের সুরেলা কণ্ঠে এক রকম মাত্রা দিলেন মোহনা, সেটা বলাই যায়। গানটি শুনলে শ্রোতাদের মনে যেমন ভক্তিভাব জেগে উঠবে, তেমনই মানসিক শান্তি পাবেন।
নিজের এই নতুন সফর এবং প্রথম গানের বিষয়ে কথা বলতে গিয়ে মোহনা জানান, ''সঙ্গীত বরাবরই আমার খুব ভাল লাগার একটা জিনিস। এই সুযোগটা বলা যায়, সৃজনশীল সিদ্ধান্তের তুলনায় অনেক বেশি ঈশ্বর প্রদত্ত। ছোট থেকেই আমার আধ্যাত্মিক রুটিনের একটা অংশ হিসেবে থেকেছে 'ওম জয় জগদীশ হরে'। সেই গানে আমি কণ্ঠ দিতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। আমি অত্যন্ত ভাগ্যবান যে এই সফরের শুরুটা ভগবান বিষ্ণুর আরতি গেয়ে শুরু করলাম। আমার জন্য এটা সত্যিই একটা বড় ব্যাপার। আশা রাখব শ্রোতাদের গানটা ভাল লাগবে, তাঁরা গানটি শুনে শান্তি পাবেন।
মোহনা মদনানির গাওয়া 'ওম জয় জগদীশ হরে' গানটি বর্তমানে গ্রাসরুট জ্যোতির সমস্ত প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, জিৎ অভিনীত শেষ ছবি 'বুমেরাং'। ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তাঁর এই ছবি। রুক্মিণী মৈত্রকে দেখা গিয়েছিল তাঁর বিপরীতে। আগামীতে তাঁকে দেখা যাবে 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' ছবিতে। বিপ্লবী অনন্ত সিংহের উপর নির্মিত এই ছবিতে তিনি তাঁর ভূমিকায় ধরা দেবেন।
