পুজোয় মুক্তি পেয়েছে চার-চারটি বড় ক্যানভাসের ছবি। ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরাণী’ এবং ‘যত কাণ্ড কলকাতায়’। বাংলা ছবির ক্ষেত্রে উৎসবের সময় এমন দৃশ্য বিরল নয়। বক্স অফিসের ব্যবসার পালেও হাওয়া লাগায় এহেন বিরাট আয়োজন। তবে চলতি বছরে চার ছবি নিয়ে বিতর্কেরও কোনও শেষ ছিল না। আর তাতে নাকি ঘৃতাহুতি করেছেন স্বয়ং নির্মাতারাই। অনন্ত তেমনটাই মনে করছেন ইন্ডাস্ট্রির বিদ্বজনেরা।
উৎসবের আবহে চারটি ছবি মুক্তি পাওয়া বাংলা ছবির ব্যবসার জন্য আশাব্যঞ্জক। কারণ এই সময় সাধারণ দিনে ছবির তুলনায় দর্শকরা প্রেক্ষাগৃহে যাওয়ার প্রবণতা বেশি দেখান। বিনোদনের জন্য অনেকে টিকিট কেটে সিনেমা দেখতে ছুটে যান। এই পরিস্থিতিতে কোন ছবি বেশি ব্যবসা করল, তা নিয়েই একটি সুস্থ প্রতিযোগিতা স্বাভাবিক এবং প্রয়োজনীয়। কিন্তু এবার সেই প্রতিযোগিতা যেন কাদা ছোড়াছুড়ির তাড়া খেয়ে ‘অসুস্থ’ হয়ে উঠেছে। নায়ক-নায়িকাদের ফ্যানক্লাবের চিরাচরিত লড়াই যেমন আছে, তেমনই রয়েছে একাধিক অভিযোগ-পাল্টা অভিযোগ। প্রযোজনা সংস্থাগুলির মধ্যেও কেটেছে বন্ধুত্বের তাল। শোয়ের সমবন্টন নিয়ে প্রশ্ন উঠছে, প্রতিদ্বন্দ্বী ছবির কালেকশনকে ‘ভুয়ো’ বলে দাগিয়ে দিতেও ছাড়ছেন না কেউ কেউ। যে সময়টা হতে পারত বাংলা ছবির উদযাপনের সময়, তা-ই যেন এখন এক প্রকার বিভীষিকা।
পুজোয় ছবিমুক্তির প্রতিযোগিতা থেকে সচরাচর নিজেকে বিরতই রাখেন জিৎ। টলিউডের যাবতীয় বিতর্ক থেকেও তাঁর অবস্থান কয়েক যোজন দূরে। তবে সম্প্রতি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন অভিনেতা। লিখেছেন, ‘আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন ও সতর্ক থাকা।’
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We should be conscious and careful about the dignity of our fraternity and the film industry.</p>— Jeet (@jeet30) <a href="
?ref_src=twsrc%5Etfw">September 29, 2025</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর বেশি আর একটি শব্দও খরচ করেননি জিৎ। অনেকে মনে করছেন, চারটি ছবি নিয়ে তৈরি হওয়া ‘অস্বাস্থ্যকর’ রেষারেষি থামাতেই তাঁর এই আবেদন। সেই পোস্টেও যদিও জিতের দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। জনৈক নেটিজেন লিখেছেন, ‘জিৎ বাবু এতদিন কোথায় ছিল এই পোস্ট? এখন যখন দেখছেন যে তোমার বন্ধু এতো নোংরামো করেও একদম কোণঠাসা, দর্শক পাত্তা দিচ্ছে না, সবার থেকে বাজে রেটিং পাচ্ছে, একদম পিছিয়ে গিয়েছে, তখন এসে পড়েছ এই পোস্ট করতে, এতদিন একটা মুভি ডাউন করার জন্যে তুমিও আছো তাই তো রঘু ডাকাত নিয়ে একটা পোস্ট নাই!’ অন্য একজনের বক্তব্য, ‘‘রঘু ডাকাত’ নিয়ে পোস্ট কোথায়? দেব আপনাকে সব সময় সাপোর্ট করে। আপনার ক্ষেত্রে সেটা দেখতে পাই না।’
বরাবরের মতো এবারও নিশ্চুপ থেকেছেন জিৎ। নেতিবাচকতার আঁচ লাগতে দেননি গায়ে। তাঁকে পরবর্তীতে দেখা যাবে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে। অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ড, ম্যাসাঞ্জোর ড্যাম-এর মতো বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের জন্য নিজের মতো করে কড়া হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন সুপারস্টার।
