বিপ্লবী অনন্ত সিং-এর বায়োপিক নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। ছবির নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। ছবিতে মুখ্য চরিত্র অনন্ত সিং-এর ভূমিকায় দেখা যাবে জিৎকে। এই খবর আগেই এসেছিল। টলিউড সুপারস্টার অভিনয় করছেন বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জিৎ অভিনীত সেই ছবি ‘কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী’ সিনেমার শুটিং। কালীপুজোর দিন এই ছবির শুভ মুহুরত অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত রীতিনীতি মেনে পুজো সম্পন্ন করার পর শুরু হল ছবির কাজ। মুক্তিপ্রাপ্ত মোশন পোস্টারে স্বাধীনতা উত্তর পর্বে বিপ্লবীদের নানা কর্মকাণ্ডের প্রতিবেদনের কোলাজ দেখা গেল। সেখানেই ফুটে উঠল বিপ্লবী বেশে জিতের অবয়ব। নয়া পোস্টার দেখে জিৎ অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বসিত।  নয়া মোশন পোস্টারে যে দর্শকমহলে কৌতূহলের পারদ চড়ল, সেকথা বলাই বাহুল্য।

 

 


মোশন পোস্টারের স্বল্প পরিসরে জিতের দু’ধরনের লুক প্রকাশ্যে এসেছে। একটি বিপ্লবী অনন্ত সিংহের যুবক বয়সের। আরেকটি পরিণত বয়সের, কিন্তু দাড়িগোঁফ সম্বলিত ছদ্মবেশে! একই সঙ্গে এই মোশন পোস্টারে একে একে ফুটে উঠেছে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে অনন্ত সিংহের নানান রোমহর্ষক কীর্তির কথা যা একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jeetz Filmworks (@jeetzfilmworks)