মুক্তির আগেই তৈরি হয়েছিল বাধা! ঝড়-ঝাপটা সামলে অবশেষে খুশির দিন 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'-এর। কেটেছে জট, বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। ২১নভেম্বর দর্শকের জন্য আসছে জয়ব্রত দাসের ছবি 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'।

 

গত ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবিটির। পুরোদমে চলছিল ছবির প্রচার। তার মধ্যেই তাল কাটল। ২০২১ সালে করোনা পরবর্তীকালে 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবিটি বানানো হয়েছিল। মাত্র ২৫ লাখ টাকা বাজেটে এসআরএফটিআইয়ের ছাত্র ছাত্রীরা ছবিটি তৈরি করেন। জানা গিয়েছিল, তাঁদের সেই ছবিতে ফেডারেশনের একজনও না থাকায়, বা অনুমতি না নেওয়ায় আটকে দেওয়া হয়েছিল এই ছবির মুক্তি।

 


তবে এবার ছবির মুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিচালক। আজকাল ডট ইন-কে জয়ব্রত বলেন, "যা সমস্যা ছিল সব মিটে গিয়েছে। আমাদের প্রযোজনা সংস্থা প্রমোদ ফিল্মসের আগের দুটো ছবিতে টেকনিশিয়ান নেওয়া নিয়ে জট তৈরি হয়েছিল ফেডারেশনের সঙ্গে। তাই সেই প্রভাব আমাদের এই ছবিতে এসে পড়েছিল। তবে গতকাল আলোচনার পর সমস্তকিছু মিটে গিয়েছে। ফেডারেশন বরাবরই জানিয়েছিল স্বাধীন ছবির পাশে তাঁরা আছেন। সেই কথা সত্যি হল। ছবিটা দর্শকের কাছে পৌঁছতে পারছি, এটাই বড় সার্থকতা।"

 

 

৫৪টি কাঁটাছেঁড়ার পর সেন্সর বোর্ডের ছাড়পত্র মিলেছিল ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির। ছবিতে অভিনয়ের পাশাপাশি এক্সিকিউটিভ প্রডিউসারের দায়িত্ব সামলেছিলেন ঋষভ বসু। ছবি মুক্তি নিয়ে আজকাল ডট ইন-কে ঋষভ বলেন, "আমাদের একটাই দাবি ছিল, ছবিটা যেন মুক্তি পায়। এটা নিয়ে তো আর কোনও কথাই উঠতে পারে না। অবশেষে সমস্ত সমস্যা মিটে গিয়েছে শুনছি, খুব ভাল লাগছে তাই। ধন্যবাদ জানাব, স্বরূপ বিশ্বাস এবং আমাদের প্রযোজককে। সবটা ভালভাবে মিটার প্রয়োজন ছিল।"