সংবাদসংস্থা মুম্বই: রেখার সঙ্গে শ্রীদেবী কন্যা জাহ্নবীর স্নেহের সম্পর্ক। বহু সাক্ষাৎকারে রেখা জানিয়েছেন, জাহ্নবীকে মেয়ের চোখে দেখেন রেখা।  জাহ্নবীকে দেখলেই শ্রীদেবীর কথা মনে পড়ে যায় তাঁর। এদিকে রেখাকেও শ্রদ্ধা করেন জাহ্নবী। রেখার অভিনীত বিখ্যাত ছবি 'উমরাও জান'-এর গান 'ইন আঁখ কী মাস্তি'-এর ছন্দে পা মেলালেন জাহ্নবী। 

 


অভিনয়ের পাশাপাশি নাচেও সমান পারদর্শী জাহ্নবী। অভিনেত্রীর নাচের ভিডিও সমাজ মাধ্যমে নিমেষে ছড়িয়ে পড়েছে। তাঁর নাচের ছন্দে আবারও যেন 'উমরাও জান'কে ফিরে পেলেন নেটিজেনরা। নেটপাড়ায় প্রশ্ন উঠছে তবে কী 'উমরাও জান ২' আসছে? যার মুখ্য চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে? যদিও এই প্রশ্নের জবাব দেননি অভিনেত্রী। 

 


প্রসঙ্গত, এক সাক্ষাৎকার জাহ্নবী জানিয়েছিলেন, তাঁর মা তথা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রেখা। তাঁর কথায় আরও জানা যায়, শ্রীদেবী যখন বলিউডে পা রাখেন তখন তাঁর পাশে বড় দিদির মতো দাঁড়িয়ে সব ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রেখা। অভিনেত্রীর কথা থেকে জানা যায়, রেখাকে তিনি 'পেদাম্মা' বলে ডাকেন শুধু তাই নয় আরও একটি মজার বিষয় ফাঁস করলেন। জানালেন, যখনই কোনও গোপন বিষয়ে শ্রীদেবীর সঙ্গে রেখার আলোচনা চলত, তখন তা হত তেলুগু ভাষায়। কারণ, আশেপাশে জাহ্নবী কিংবা অন্য কেউ থাকলেও যাতে তাঁদের সেই গোপন কথার মর্মার্থ উদ্ধার করতে না পারে।