দর্শকের পছন্দের ঘরানা বলতেই একবাক্যে উঠে আসে থ্রিলারের নাম। রহস্যে ঘেরা ছবির মোড়ে কোন নতুন চমক অপেক্ষা করছে তা জানতে আগ্রহী দর্শকমহল। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই বাংলায় তৈরি হচ্ছে একের পর এক থ্রিলার ছবি। এবার রহস্যের জালে গল্প বলতে আসছে আরও এক বাংলা ছবি, নাম 'শামুক'।
গল্প শুরু হয় একটা হাসিখুশি পরিবারকে ঘিরে৷ ক্যাপ্টেন বীর ও তাঁর স্ত্রী রূপসা তাঁদের ছোট্ট মেয়েকে নিয়ে কয়েকদিনের ছুটিতে বেড়িয়ে পড়ে৷ সমুদ্র সৈকতে ছুটি কাটাতে যায় তারা। আনন্দের সঙ্গেই কাটতে থাকে তাদের সময়৷ ক্যাপ্টেন বীরের নিজস্ব একটা বন্দুক রয়েছে ৷ যদিও সেটা লাইসেন্সপ্রাপ্ত ৷ একদিন তাঁদের ছোট্ট মেয়ে সেই বন্দুক নিয়ে খেলা করতে শুরু করে ৷ অজ্ঞাত কারণ বশত সেফটি লক খোলা থাকার কারণে মেয়ের চালানো গুলিতে মৃত্যু হয় মায়ের। কী হবে তারপর? তদন্তের আড়ালে লুকিয়ে রয়েছে আসল রহস্য। সেই রহস্য উন্মোচন হবে পশমিনা সরকারের পরিচালনায় 'শামুক'-এ।

ছবিতে 'ক্যাপ্টেন বীর'-এর চরিত্রে দেখা যাবে শান কুমারকে ৷ তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রূপসা চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে, তদন্তকারী পুলিশের ভূমিকায় দেখা যাবে জ্যামি বন্দ্য়োপাধ্যায়কে৷ ছবিতে তাঁর চরিত্রের নাম অনিমেষ৷ যাঁর তদন্তেই উঠে আসবে এই মৃত্যু নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনও রহস্য৷
ছবির গল্পে একটা মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয় জট৷ সেই জট খুলতে খুলতে আরও অনেক রহস্য সামনে চলে আসে৷ শামুকের খোলসে লুকিয়ে থাকা আসল খুনী কীভাবে ধরা পড়ে তা জানতে হলে দেখতে হবে এই ছবি।
আরও পড়ুন: চারিদিকে ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ছে অহনা দত্তর! প্রকাশ্যে এসে থমথমে মুখে কী জানালেন অভিনেত্রী?
এ ছবিতে অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পলি চট্টোপাধ্যায়, গুলশানারা খাতুন, বলরাম পাণ্ডে ও দুলাল সরকারকে৷ জানা যাচ্ছে, গুলশানারাকে দেখা যাবে হোটেলের রিসেপশনিস্ট চরিত্রে ৷ পলিকে দেখা যাবে ক্যাপ্টেন বীরের শ্যালিকার চরিত্রে৷ দুলাল সরকারকে দেখা যাবে এক বামন চরিত্রে।
ক্যাপ্টেন বীর এবং অনিমেষেরমধ্যে লড়াই শেষ পর্যন্ত গল্পের মূল আকর্ষণ। পলি চট্টোপাধ্যায়কে ক্যাপ্টেন বীরের শালির ভূমিকায় দেখা যাবে। এই ক্ষেত্রে পলির কোনও যোগসূত্র আছে কি এই দুর্ঘটনার সঙ্গে ৷ নাকি অন্য কোনও দিক আছে, তা জানা যাবে ছবির শেষভাগে৷ ছবির প্রযোজনায় রয়েছেন রূপক চট্টোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।
