সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'রামায়ণ' ছাড়লেন জয়দীপ
নীতিশ তিওয়ারির 'রামায়ণ'-এ বিভীষণ-এর চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল অভিনেতা জয়দীপ আহলাওয়াতের কাছে। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হননি। কিন্তু কেন? তাঁর কথায়, "অফার এসেছিল আমার কাছে। কিন্তু সময় ম্যাচ করেনি। আমার ডেটের সঙ্গে হয়তো আরেক অভিনেতার ম্যাচ করছিল না।"
জুটিতে নীল-দিব্যা
অভিনেতা নীল নীতিন মুকেশের সঙ্গে জুটি বাঁধছেন দিব্যা খোসলা। ছবির নাম ‘এক চতুর নার’। উমেশ শুক্লা পরিচালিত ছবিটি ডার্ক কমেডি থ্রিলার ঘরানার। জানা গিয়েছে, ছবিতে এক প্রতিশোধের গল্প ফুটে উঠবে। দিব্যার চরিত্রটি প্রতিশোধ নেবে। নীলের চরিত্রটি ধূসর। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে নারাজ নির্মাতারা।
দীপিকার পাশে সোনাক্ষী
কিছুদিন আগেই প্রভাস অভিনীত দক্ষিণী ছবি 'স্পিরিট' ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবিতে দীপিকার প্রস্থানের কারণ ছিল তার আট ঘণ্টা কাজ করার শর্ত। কিন্তু এই শর্তে রাজি হননি নির্মাতারা। তাই বাদ পড়েছিলেন অভিনেত্রী। দীপিকার এই দাবিকে সমর্থন জানিয়েছেন বহু তারকা। এবার তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি বলেন, "আমি জানি না এটা সত্যি কিনা। যদি তাই হয়, তাহলে এটি একটি খুব যুক্তিসঙ্গত কারণ। আমি এমন অভিনেতাদের সাথে কাজ করেছি যারা আট ঘন্টার বেশি কাজ করেন না। তাই, আমি বুঝতে পারছি না কেন এটি অভিনেত্রীদের ক্ষেত্রে আলাদা দাবি হিসাবে দেখানো হচ্ছে?"
