পর্দার থেকে বাস্তবের ঘটনাক্রম যেন এখন বেশি আকর্ষণীয়! কথা হচ্ছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' নিয়ে। সূত্রের খবর, সদ্যই প্রযোজকের সঙ্গে হওয়া মিটিংয়ের মাঝেই তা ছেড়ে বেরিয়ে গিয়েছেন জিতু কামাল। 

টলিপাড়ার অন্দরের খবর, এই ধারাবাহিকে আর 'আর্য'র ভূমিকায় দেখা যাবে না অভিনেতাকে। যদিও এখনও এই বিষয়ে অভিনেতা বা চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজক কারও তরফেই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবুও এসব খবর আগুনে মতো ছড়ায়। জিতু 'চিরদিনই তুমি যে আমার' ছেড়ে দিয়েছেন শোনা মাত্রই এই ধারাবাহিক বয়কটের ডাক তুলেছেন তাঁর অনুরাগীরা। অন্যদিকে তুঙ্গে জল্পনা, এবার আর্য হিসেবে দেখা যাবে কাকে?

হঠাৎই রটে যায় রণজয় বিষ্ণু নাকি 'আর্য সিংহ রায়' হয়ে আসতে চলেছেন। দর্শকদের অনেকেরই মতে অভিনেতাই নাকি সেরা এই চরিত্রের জন্য। যদিও রণজয় স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে এই চরিত্রে তাঁকে দেখা যাবে না। তিনি সমাজমাধ্যমেই বিষয়টা খোলসা করে জানিয়েছেন, 'আমি এখনও অবধি নতুন কোনও কিছুর পার্ট নই। একটা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি। তাই ব্যক্তিগতভাবে কোনও ফোন কল আমি ধরতে পারিনি... ক্ষমা প্রার্থনীয়।'

এরপর উঠে আসে স্টার জলসার আরেক জনপ্রিয় নায়কের নাম। শোনা যায়, 'কথা' ধারাবাহিক শেষ হতে না হতেই 'আর্য' হয়ে আসছেন 'এভি' ওরফে সাহেব ভট্টাচার্য। তবে সেটাও নিছক রটনা। আজকাল ডট ইন-এর তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়ে দেন, এখনই তিনি ছোট পর্দায় ফিরছেন না। 
কানাঘুষোয় শোনা যাচ্ছে আদৃত রায়ের নামও। তবে শেষ পর্যন্ত এই ধারাবাহিকে কাকে আর্য সিংহ রায়ের চরিত্রে দেখা যাবে সেই দিকেই নজর সবার। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, টলিপাড়ার অন্দরের খবর, জিতু কামাল এখনও এনওসি জমা দেননি। কোনও অভিনেতা বা অভিনেত্রী মাঝপথে সিরিয়াল ছাড়লে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হয়। ফলে শেষ পর্যন্ত কী হয় এই ধারাবাহিকে সেই দিকেই নজর থাকবে। 

'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের সেট এখন যতই থমথমে হোক না কেন, এই ধারাবাহিক কিন্তু টিআরপিতে নিজেদের জায়গা ধরে রেখেছে। সেরা পাঁচে থাকছে এসভিএফ প্রযোজিত ধারাবাহিক। গল্পে শীঘ্রই আর্য এবং অপর্ণার বিয়ে দেখানো হবে। তার আগেই বিপত্তির সূত্রপাত। জানা যায় নায়িকা দিতিপ্রিয়া দেরি করে সেটে আসায়, এবং নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে আপত্তি জানানোয় সমস্ত সমস্যার সূত্রপাত ঘটে।