সোনাক্ষী সিনহা তাঁর দীর্ঘ দিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বান্দ্রার বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের ছবিগুলিতে সোনাক্ষীর দুই দাদা লভ এবং কুশ এস সিনহার অনুপস্থিতি নজরে আসতেই ভক্তদের মধ্যে জল্পনা ছড়িয়েছিল যে, পরিবারের মধ্যে নাকি বিয়েকে ঘিরে মতভেদ হয়েছে।

কুশ যদিও আগেই জানিয়েছিলেন যে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবার সোনাক্ষীর তুতো দিদি ও অভিনেত্রী পূজা রূপারেলও স্পষ্ট জানিয়ে দিলেন — সোনাক্ষী এবং তাঁর ভাইদের মধ্যে কোনও রকম দূরত্ব নেই।

এক সাক্ষাৎকারে পূজা রূপারেল বলেন, “আমি গসিপ করতে আসিনি। আমি জাহিরকে দেখেছি — ও অত্যন্ত মজার মানুষ, আমি ওকে ভীষণ ভালোবাসি। মানুষ এত অকাজের সময় পায় কীভাবে, বুঝতে পারি না! কুশ আর সোনাক্ষী একসঙ্গে ‘নিকিতা রায়’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করেছে। যদি সম্পর্ক খারাপ হত, তাহলে একসঙ্গে কাজ করত কি? গোটা পরিবারই তো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে একসঙ্গে হাজির হয়েছিল। মানুষ গসিপ করতে ভালবাসে, এটাই সত্যি।”

তিনি আরও যোগ করেন, “জাহির এবং সোনাক্ষীর বিয়ে ভালোবাসায় ভরপুর ছিল। আমাদের পরিবার খুব ঘনিষ্ঠ, সবাই একে অপরের পাশে থাকে। পরিবারের মধ্যে ছোটখাটো মতভেদ তো থাকেই, কিন্তু দিনের শেষে পরিবারই সবচেয়ে বড়। মানুষ কথা বলবেই— তাতে সত্যি প্রমাণ হয় না।”

সোনাক্ষী এবং জাহির দীর্ঘ সাত বছর ধরে একে অপরকে ভালবাসেন। দু’জনে প্রথমবার প্রেমের কথা প্রকাশ্যে আনেন গত বছরের জুন মাসে, একেবারে তাঁদের বিয়ের সময়। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে সাদামাটা ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিয়ে করেন। পরে একই দিনে তাঁরা ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য এক বর্ণাঢ্য পার্টির আয়োজন করেন।
বিয়ের ছবি শেয়ার করে দু’জনে লিখেছিলেন , ‘আজ থেকে ঠিক সাত বছর আগে (২৩.০৬.২০১৭) আমরা একে অপরের চোখে সত্যিকারের ভালবাসা দেখেছিলাম, আর সেই ভালবাসাকেই ধরে রেখেছি এতদিন। আজ, দুই পরিবারের এবং আমাদের ঈশ্বরের আশীর্বাদে আমরা একে অপরের জীবনসঙ্গী হলাম।’

পূজা রূপারেল বলিউডের জনপ্রিয় ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’-তে কাজল অভিনীত সিমরনের ছোট বোন ছুটকি চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তাঁর মা ভাবনা রূপারেল হলেন সোনাক্ষীর মা পুনম সিনহার বোন। পুজা ছোটবেলা থেকেই ‘কিং আঙ্কল’, ‘দিল সে...’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং লেখিকা হিসাবে কাজ করছেন।