নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিকালে খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে একাধিক ধারাবাহিক। এবার কি সেই তালিকায় নয়া সংযোজন 'তেঁতুলপাতা'? তবে কি ঋষি-ঝিল্লি জুটির প্রেম পরিণতি পাবে না? শোনা যাচ্ছে, শীঘ্রই স্টার জলসার এই ধারাবাহিকের পথ চলা শেষ হতে পারে।
দিনকেদিন ধারাবাহিক শুরু হওয়ার কয়েক মাস পরেই বন্ধ হওয়ার আশঙ্কা বাড়ছে। টিআরপি তালিকায় ঠিক মতো জায়গা করতে না পারা কিংবা প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের সমস্যার কারণে বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। এবার কি সেই একই অবস্থা হতে চলেছে 'তেঁতুলপাতা'র সঙ্গেও?
প্রথম থেকে ঋষি-ঝিল্লি জুটিকে দর্শকরা পছন্দ করলেও টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। তাই কি আচমকা এই সিরিয়াল শেষ করে দেওয়ার সিদ্ধান্ত? যদিও মাঝপথে হঠাৎ করে কীভাবে গল্পের শেষ দেখানো হবে এই নিয়েও উঠছে প্রশ্ন। কারণ ধারাবাহিকের জুটির প্রেম এখনও সেইভাবে দর্শকের সামনে আসেনি৷
শোনা যাচ্ছে, ধারাবাহিকের সঙ্গে যুক্ত শিল্পীদের সরাসরি নিশ্চিতভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে তাঁদের কানেও এসেছে দু:সংবাদ। কেউই এই বিষয়ে নিশ্চিত নন। এর আগেও একাধিক ধারাবাহিক বন্ধ হওয়ার খবর রটলেও নতুন ট্র্যাক এনে নতুন করে শুরু হয়েছে গল্প। জি বাংলার 'মিত্তিরবাড়ি' এবং 'মিঠিঝোরা' ধারাবাহিকের ক্ষেত্রে তেমনটাই হয়েছে, বারবার নতুন করে এগিয়েছে গল্প। এক্ষেত্রেও কি তেমনটাই হতে চলেছে? নাকি শীঘ্রই 'তেঁতুলপাতা'র দরজা বন্ধ হবে? সেটাই এখন দেখার।
