নিজস্ব সংবাদদাতা: বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যাচ্ছিল টলিপাড়ায়। যদিও তা ভুল খবর বলেই জানান কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ।

 

ঘনিষ্ঠ সূত্রের খবর, শনিবার অর্থাৎ আজ নাকি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। যদিও এই বিষয়ে কিছুই জানাননি কাঞ্চন মল্লিক বা শ্রীময়ী চট্টরাজ। সূত্রের খবর, আজ হাসপাতালে চেক আপের জন্য গিয়েছিলেন হবু মা শ্রীময়ী চট্টরাজ। পরিস্থিতি অনুযায়ী সেখানেই কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

 

যদিও এই বিষয়টা গোপনে রেখেছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী, ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি এই সুখবর। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শ্রীময়ীকে দেখার পর অনেকেই বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। তবে তাঁরা যে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, এ কথা জানিয়েছিলেন তিনি।

 

তবে আর পরিকল্পনা নয় ইতিমধ্যেই নাকি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। দ্বিতীয়বার বাবা হলেন কাঞ্চন মল্লিক! সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন অভিনেতা। সঙ্গে জানালেন, মেয়ের নাম রেখেছেন কৃষভী। 

 

 মার্চ মাসে সামাজিক বিয়ের অনুষ্ঠান করলেও ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন তাঁরা। প্রথমদিকে যদিও নিজেদের সম্পর্ক নিছক বন্ধুত্বের বলেই দাবি করতেন। পরে নিজেদের ভালবাসার কথা স্বীকার করে পরিবারের কাছের মানুষদের সাক্ষী রেখে জমজমাট ভাবে বিয়ের আয়োজন করেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। এবার দীপাবলির পরের দিনই কাঞ্চন- শ্রীময়ীর ঘরে এল লক্ষ্মী। জানা গিয়েছে সন্তান এবং মা দু'জনেই সুস্থ আছেন।