নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি 'জগদ্ধাত্রী'। কারণ 'জগদ্ধাত্রী'র সন্দেহের তীর এবার সরাসরি স্বামী 'স্বয়ম্ভূ'র দিকে। তাহলে কি এবার গল্পের হিরোই হতে চলেছে আসল ভিলেন?
এ যেন একেবারে পাশা উল্টে যাওয়ার মত ঘটনা। এতদিন বহু শত্রুকে দমন করেছে 'জগদ্ধাত্রী'। এবার বোধহয় সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে চলেছে সে। শত্রুপক্ষকে নানান প্রশ্নে জর্জরিত করা, প্রয়োজনে নিজের শক্তিকে ব্যবহার করা, এর সবটাই সে করেছে 'জ্যাস সান্যাল' হয়ে। মৃত্যুর মুখ থেকে কোন রকমে বেঁচে ফিরেছে সে, তবুও প্রত্যেকবার শত্রুকে দমন করে জয়ী হয়েছে 'জ্যাস'।
এবার তার প্রশ্নের মুখে সবচেয়ে কাছের মানুষ 'স্বয়ম্ভূ'। 'কাকলি দেবী'কে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে 'স্বয়ম্ভূ'কে সন্দেহ করছে 'জগদ্ধাত্রী'। এদিকে 'স্বয়ম্ভূ'কেও প্রথমবার দেখা যাচ্ছে এক অন্যরূপে। নিজেকে নির্দোষ নিরাপরাধ প্রমাণ করার জন্য চেঁচিয়ে 'জগদ্ধাত্রী'কে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে সে। কিন্তু 'জগদ্ধাত্রী' থেমে যাওয়ার মানুষ নয়, আর তাই নিজের কাছের মানুষকেও ভয় দেখাতে ছাড়ছে না সে। সত্যিই কি তাহলে অপরাধী 'স্বয়ম্ভূ'? বদলে যেতে চলেছে 'জগদ্ধাত্রী' আর 'স্বয়ম্ভূ'র সম্পর্কের সমীকরণ? এই সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে বহু মানুষ, কিন্তু যে কোনও কঠিন পরিস্থিতিতে 'জগদ্ধাত্রী' পাশে পেয়েছে 'স্বয়ম্ভূ'কে। এবার পাশে পাওয়া তো দূর বরং একে অপরের বিপক্ষে। 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে অবাক হয়েছেন দর্শক। আসল সত্যি কী? জানতে হলে চোখ রাখুন জি বাংলায় 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে।
এ যেন একেবারে পাশা উল্টে যাওয়ার মত ঘটনা। এতদিন বহু শত্রুকে দমন করেছে 'জগদ্ধাত্রী'। এবার বোধহয় সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে চলেছে সে। শত্রুপক্ষকে নানান প্রশ্নে জর্জরিত করা, প্রয়োজনে নিজের শক্তিকে ব্যবহার করা, এর সবটাই সে করেছে 'জ্যাস সান্যাল' হয়ে। মৃত্যুর মুখ থেকে কোন রকমে বেঁচে ফিরেছে সে, তবুও প্রত্যেকবার শত্রুকে দমন করে জয়ী হয়েছে 'জ্যাস'।
এবার তার প্রশ্নের মুখে সবচেয়ে কাছের মানুষ 'স্বয়ম্ভূ'। 'কাকলি দেবী'কে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে 'স্বয়ম্ভূ'কে সন্দেহ করছে 'জগদ্ধাত্রী'। এদিকে 'স্বয়ম্ভূ'কেও প্রথমবার দেখা যাচ্ছে এক অন্যরূপে। নিজেকে নির্দোষ নিরাপরাধ প্রমাণ করার জন্য চেঁচিয়ে 'জগদ্ধাত্রী'কে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে সে। কিন্তু 'জগদ্ধাত্রী' থেমে যাওয়ার মানুষ নয়, আর তাই নিজের কাছের মানুষকেও ভয় দেখাতে ছাড়ছে না সে। সত্যিই কি তাহলে অপরাধী 'স্বয়ম্ভূ'? বদলে যেতে চলেছে 'জগদ্ধাত্রী' আর 'স্বয়ম্ভূ'র সম্পর্কের সমীকরণ? এই সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে বহু মানুষ, কিন্তু যে কোনও কঠিন পরিস্থিতিতে 'জগদ্ধাত্রী' পাশে পেয়েছে 'স্বয়ম্ভূ'কে। এবার পাশে পাওয়া তো দূর বরং একে অপরের বিপক্ষে। 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে অবাক হয়েছেন দর্শক। আসল সত্যি কী? জানতে হলে চোখ রাখুন জি বাংলায় 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে।
