সংবাদ সংস্থা মুম্বই: এইমুহুর্তে দেশের অন্যতম শক্তিশালী চরিত্রাভিনেতা তিনি। জনপ্রিয়ও বটে। তিনি দক্ষিণী অভিনেতা ফাহাদ ফাসিল। 'পুষ্পা' ছবিতে খলনায়ক (না কি প্রতিনায়ক?)-এর ভূমিকায় তাঁর অভিনয় দেখে তাঁকে কুর্নিশ করেছেন আম জনতা থেকে সমালোচকেরাও। এবার পরিচালক ইমতিয়াজ আলির ছবিতে বলিপাড়ায় পা রাখতে চলেছেন ফাহাদ!
জোর খবর, ইমতিয়াজের আগামী ছবির নায়ক ফাহাদ। তাঁর বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে ইমতিয়াজ ও ফাহাদের একাধিক বৈঠক হয়েছে। ছবির কাগজপত্রে সই-সাবুদও নাকি হয়ে গিয়েছে। স্রেফ আনুষ্ঠানিক ঘোষণাটাই যা বাকি!
শোনা যাচ্ছে, ইমতিয়াজের এই নয়া ছবি হবে প্রেমের গল্পের ঘরানার-ই। তবে তার মধ্যেও হরেকরকম ব্যাপার রয়েছে। বর্তমানে চিত্রনাট্যে শেষমুহূর্তের ঘষামাজা করছেন ইমতিয়াজ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর প্রথম দিকেই ছবির শুটিং শুরু হয়ে যাবে। পরিচালনার পাশাপাশি এই ছবি র প্রযোজনার দায়িত্বও সামলাবেন ইমতিয়াজ। তাঁর প্রযোজনা সংস্থার নাম 'উইন্ডো সিট ফিল্মস'। উল্লেখ্য, এর আগেও ইমতিয়াজ প্রযোজিত ছবি 'লয়লা মজনু'তে কাজ করেছেন তৃপ্তি। কিন্তু পরিচালনায় কাজ করবেন এই প্রথমবার।
'পুষ্পা '-য় আইপিএস আধিকারিক ভৈরোঁ সিংহ শেখাওয়াতের চরিত্রে ফহাদকে দেখে মুগ্ধ হয়েছিলেন ওই ছবির নায়ক অল্লু অর্জুনও। খোলাখুলি বলেছিলেন, "এই মুহূর্তে দেশের সেরা অভিনেতাদের অন্যতম ফহাদ। ওঁর অভিনয়ের স্টাইলে আমি মুগ্ধ। কোনও প্রম্পটার ছাড়াই অভিনয় করেন। তেলুগু ভাষা জানেন না। ফলে নিজের সংলাপ লিখে নিয়ে বার বার তা পড়তে থাকেন। তার পর পর্দায় এমন ভাবে সংলাপ বলেন, যেন তেলুগু তাঁর মাতৃভাষা!"
