সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

যশের 'টক্সিক'-এ তারা?

 

দক্ষিণী সুপারস্টার যশের আগামী ছবি 'টক্সিক'-এ দেখা যেতে পারে বলি অভিনেত্রী তারা সুতারিয়াকে? এমনই গুঞ্জন ছড়িয়েছে নেটপাড়ায়। সম্প্রতি, অভিনেত্রীর স্টাইলিস্ট একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন। আর সেখানে দুটি হ্যাশট্যাগে লেখা, '#টক্সিক' '#টিম_তারা'। এর থেকেই জল্পনা তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। যদিও এর আগে শোনা গিয়েছিল যশের প্রেমিকার চরিত্রে থাকতে পারেন অভিনেত্রী। কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তারা। 

 

 

'হাইওয়ে'র নায়িকা হতেন এই অভিনেত্রী 

 

ইমতিয়াজ আলি পরিচালিত 'হাইওয়ে' ছবিটি অভিনেত্রী আলিয়া ভাটের জীবনে মাইলফলক হয়ে থেকে যাবে। কিন্তু এই ছবির জন্য ইমতিয়াজের প্রথম পছন্দ নাকি আলিয়া ছিলেন না। সম্প্রতি, মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানান, 'হাইওয়ে'র জন্য তিনি বেছে নিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চনকে। কিন্তু আলিয়ার সঙ্গে সাক্ষাতের পর তিনি তাঁর ভাবনা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। 

 

 

রহমানকে প্রত্যাখ্যান অলকার

 

এ আর রহমানের সঙ্গে জুটি বেঁধে বহু গান দর্শককে উপহার দিয়েছেন অলকা ইয়াগনিক। কিন্তু প্রথমদিকে রহমানের সঙ্গে পরিচিতি না থাকার কারণে, 'রোজা' ছবির গান গাইতে রাজি হননি অলকা। মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে গায়িকা জানান, পরে যখন তিনি 'রোজা'র গানগুলো শোনেন তখন আফশোস

প্রকাশ করেন।