প্যারিস ফ্যাশন উইকের ব়্যাম্পে ঐশ্বর্য রাই বাজিমাত করেছেন শুধু সাজে–গোজেই নয়, বরং এক হৃদয়ছোঁয়া ঘটনায়, যা এখন ঝড় তুলেছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে হাঁ হয়ে নানান প্রতিক্রিয়া জানাচ্ছে নেটপাড়া। কারণ? এক সমকামী ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজু  ভারতীয় অভিনেত্রীকে বলছেন, “আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই!”

 

 

প্যারিস ফ্যাশন উইকের শো–এর ব্যাকস্টেজে ঐশ্বর্যের সঙ্গে দেখা হয় আদিত্যর। পরে সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন— “আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার... এখনও গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে।”

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যায়, আদিত্য বলছেন— “আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার জন্যই। আমাদের প্রথম আলাপে আমরা দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা বলেছিলাম। তখনই উনি বলেছিলেন— আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে ভালবাস। তাঁর নাম অমিত, আর এ আমাদের মেয়ে ইয়ানা।”

অবাক ঐশ্বর্য ছবির দিকে তাকিয়ে বলেন—
“আহা…ওহ ঈশ্বর… কর বয়স তোমাদের মেয়ের?” জবাবে আদিত্য বলেন, ইয়ানার বয়স আড়াই বছর। নামের অর্থ হিব্রু ভাষায়— “ঈশ্বর মঙ্গলময়”। এরপর তিনি আরও বলেন—“আপনাকে সামনাসামনি দেখা আমার স্বপ্ন ছিল। আপনি যেমন ভাল অভিনেত্রী, ততটাই দুর্দান্ত একজন নৃত্যশিল্পী, মানুষ— সব দিক থেকে অনন্য।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aditya Madiraju (@adityamadiraju)