আজকাল ওয়েবডেস্ক: গত ১৪ই ডিসেম্বর মুক্তাঙ্গন রঙ্গালয়ে অনুষ্ঠিত হয়ে গেল "শ্রীরামপুর এবং একলব্য" নাট্যদলের সাম্প্রতিক প্রযোজনা 'অকাল বোধন'। তন্ময় ভট্টাচার্য নির্দেশিত 'অকাল বোধন'-এর এটি ছিল তৃতীয় মঞ্চায়ন। নাট্য প্রযোজনাটি ইতিমধ্যে বাংলা নাট্য জগতে আলোচনা তথা সমালোচনার বিশেষ সারিতে উঠে এসেছে। ।

হুমায়ূন আহমেদ এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী আশ্রিত এই নাটকে "রাজা আসে যায়  রাজা বদলায়/নীল জামা গায়   লাল জামা গায়/এই রাজা আসে           ওই রাজা যায়/ জামা কাপড়ের            রং বদলায়/ দিন বদলায় না!" চোরের মুখ থেকে যখন এই সংলাপ আসে, দর্শক যেন সময়ের কষ্টিপাথরে নিজেদের অবস্থান যাচাই করে নিতে বাধ্য হন। এই নাটকের অন্যতম চালিকাশক্তি এর সংলাপ। মঞ্চায়ন, সংলাপ প্রক্ষেপণ ও শারীরিক অভিনয় আরও বেশি একে অপরের পরিপূরক করে তুলবে এই ভরসা করাই  যায় । নাটকে বহুল আলোচিত রাজা ও চোর চরিত্র দু'টিতে রূপদান করেন যথাক্রমে সুমন মুখোপাধ্যায় ও পাভেল। এই দুই অভিনেতা তাদের অভিনয়গুণে দর্শকের মন জয় করে নেন। অন্যান্য চরিত্রে সুপ্রা ব্যানার্জি, সমীর দত্ত, কৌশিক মজুমদার ও অন্যান্যরা যথাযথ। অনাড়ম্বর মঞ্চসজ্জা, নিয়ন্ত্রিত আলো এবং  পরিমিত আবহ এ নাটকের উপস্থাপনাকে পরিপূর্ণ সঙ্গত করেছে।

এ নাটক শুধু বর্তমান নয় আগামীর রূপরেখাও বুঝি তৈরি করে দিয়ে যায়, যখন ভেসে আসে সংলাপ- "নিজেদের না পাল্টে যদি পাল্টাতে যাও রাজা, ভবিষ্যতে ভুগতে হবে, খাটতে হবে সাজা"-সমস্যার সমাধান করতে প্রজাদের বিবেকবোধ ও নৈতিকতাবোধের প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে তুলে ধরে নাটকটি । এই দিন উপস্থিত নাট্যকার শ্যামল চন্দ্র, মৈনাক সেনগুপ্ত-সহ সাধারণ দর্শকদের মতে 'অকাল বোধন'-এর বিষয়বস্তু ও প্রযোজনার মানের নিরিখে এই নাটকটির আরও মঞ্চায়ন হওয়া উচিৎ‌। দলের পক্ষ থেকে সুমন মুখোপাধ্যায় জানান. ২০২৬ সালের জানুয়ারি ও ফ্রেব্রুয়ারী তে 'অকাল বোধন' এর আরও বেশ কয়েকটি মঞ্চায়ন হতে চলেছে।