সংবাদসংস্থা মুম্বই: বলিউডে বহু বছর দেখা নেই অভিনেতা ইমরান খানের। তবুও মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন তিনি। এক সময় দর্শকের থেকে দারুণ ভালবাসা কুড়িয়েছিলেন ইমরান। মহিলা অনুরাগীদের সংখ্যাও কম ছিল না তাঁর। 

 


সম্প্রতি, এক সাক্ষাৎকারে স্মৃতির পাতা হাতড়ালেন অভিনেতা। ২০১০ সালে মুক্তি পাওয়া 'আই হেট লাভ স্টোরিজ'-এ সোনম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে বেশ যৌন আবেদনময় পুরুষের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। এই চরিত্রের জন্য পরিচালক করণ জোহর কীভাবে ইমরানকে তৈরি করেছিলেন, তা এতদিন পর খোলসা করলেন অভিনেতা।

 

 

ইমরানের কথায়, "করণ জোহর খুব খুঁতখুঁতে একজন পরিচালক। কোনও কাজ যতক্ষণ না পর্যন্ত তাঁর মনের মতো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হন না‌। এই ছবির চরিত্রের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাকে করণ বলেছিলেন, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে সহজেই মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি।"

 


ইমরান বলেন, "আমি কখনও অতিরিক্ত শরীরচর্চা কিংবা অতিরিক্ত ডায়েটে মন দিই না। একটু সাধারণভাবেই জীবন কাটাই। করণ এই ছবির ক্ষেত্রে বলেছিলেন, স্বাভাবিকভাবেই নিজেকে তুলে ধরতে হবে‌।যাতে একটুও মনে না হয় অতিরিক্ত কষ্ট করে নিজেকে গড়ে তুলেছি। পরিচালকের কথা মতো নিজেকে তুলে ধরেছিলাম। ফলাফল স্বরূপ দর্শকের থেকে দারুণ প্রশংসা পেয়েছিলাম।"