সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

'অ্যানিমেল' করতে চেয়েছিলেন ইমরান

সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ার, স্বপ্নের চরিত্র এবং পছন্দের ছবি প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা ইমরান হাশমি। তিনি বলেন, রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল' ছবিটি তাঁর অত্যন্ত পছন্দের। এইরকম একটি ছবিতে তিনি কাজ করতে চান এমন কথাও জানিয়েছেন অভিনেতা। সঙ্গে রণবীরের অভিনয়ের প্রশংসাও করেন তিনি।

জাহ্নবীর মধ্যে শ্রীদেবীকে পেলেন রেখা

সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল জাহ্নবী কাপুর অভিনীত 'উলঝ' ছবির প্রিমিয়ার। এই প্রিমিয়ারের সন্ধ্যায় উপস্থিত ছিলেন বহু তারকা। তাঁদের মধ্যে ছিলেন রেখাও। এদিন 'উলঝ'-এর পোস্টারে জাহ্নবীর ছবিতে চুম্বন করতে দেখা যায় রেখাকে। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের দাবি, জাহ্নবীর মধ্যে নিজের প্রিয় বান্ধবী শ্রীদেবীর প্রতিচ্ছবি দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রেখা।

লুকিয়ে প্রথম ছবি করেছিলেন কার্তিক?

প্রথম ছবি 'পেয়ার কা পাঞ্চনামা'র ট্রেলার মুক্তির আগে ছবি প্রসঙ্গে কাউকে কিছু জানতে দেননি বলি অভিনেতা কার্তিক আরিয়ান। মুম্বই সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "দীর্ঘদিনের পরিশ্রমের পর বড়পর্দায় সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় বিষয় ছিল। সেইসঙ্গে ছিল অজানা ভয়। তাই শুটিং চলাকালীন আমার পরিবার ছাড়া কাউকে জানাইনি ছবি নিয়ে। ট্রেলার মুক্তির পর জোর গলায় সবাইকে বলেছিলাম। সেই দিনটা চিরকাল মনে থাকবে।"