সদ্যই মুক্তি পেয়েছে 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবির প্রথম গান 'সোনা বন্ধু রে'। ইমন চক্রবর্তীর গাওয়া এই গান মুক্তি পেতে না পেতেই শ্রোতাদের থেকে ভাল সাড়া পেয়েছে। কিন্তু এ কী! রাত পোহাতে না পোহাতেই সমাজমধ্যমে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন গায়িকা এবং তাঁর টিম! কিন্তু কেন?
এদিন ইনস্টাগ্রামে ইমন চক্রবর্তী একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে উপরে বড় বড় হরফে লেখা, 'আনুষ্ঠানিক ক্ষমা বিবৃতি।' তার নিচে লেখা রয়েছে, 'আমাদের নজরে এসেছে যে, ইমন চক্রবর্তীর সাম্প্রতিকতম পারফরমেন্স এবং গান মুক্তি শ্রোতাদের মুগ্ধ করেছে, অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে, অজান্তেই গেয়ে উঠেছেন সকলে। প্রাণবন্ত পরিবেশনা থেকে পাওয়ার প্যাকড স্টেজের মুহূর্ত, আনন্দ-উৎসাহের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে কেবলই। আমরা অল্প সময়ে হয়তো অনেক সুন্দর গান উপহার দিয়ে ফেলেছি।'
এরই সঙ্গে গায়িকার টিমের সংযোজন, 'আমরা বুঝতে পারছি আমাদের কারণে আপনাদের চোখের কোণ ভিজেছে, লিভিং রুমে হঠাৎ হঠাৎ রেওয়াজের আসর বসেছে, গুনগুন করে গান গাইছেন সবাই। তাই, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এভাবে নস্টালজিয়া এবং অফুরান ভালবাসা গানের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য। আর সত্যি বলতে, আমরা শীঘ্রই এটা থামাচ্ছি না।' ফলে বুঝতেই পারছেন এই পোস্টটা নিছকই মজা করে করা। শ্রোতারা গায়িকার গানের সঙ্গে কতটা একাত্ম হন, তাঁর কণ্ঠ শুনতে কতটা পছন্দ করেন, সেটাই যেন এই লেখায় উঠে এসেছে।
ছবিটি শেয়ার করে ইমন চক্রবর্তী লেখেন, 'অনেক সঙ্গীত, অনুভূতি এবং ভালবাসা ছড়ানোর জন্য অপরাধী। দুঃখিত, কিন্তু ঠিক দুঃখিত নই।' প্রসঙ্গত, কেবল গান শোনানো নয়, কাজ চাওয়াতেও যে গায়িকার বিশেষ অসুবিধা নেই সেটা খোলসা করেছেন তিনি নিজেই। ইমন আজকাল ডট ইন-কে বলেন, "আমি সবার কাছে কাজ চাই। কাজ চাইতে একদম লজ্জা নেই। একটা জিনিস এতদিনে বুঝেছি, বাড়িতে বসে সময় নষ্ট করলে চলবে না। আমি সব জানি! ভেবে বসে থাকলেও হবে না। পরিশ্রম করতেই হবে।"
প্রসঙ্গত গত ৭ নভেম্বর মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত দ্বিতীয় বাংলা ছবি 'লক্ষ্মীকান্তপুর লোকাল' -এর প্রথম গান সোনা বন্ধু রে মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, রাজনন্দিনী পাল, প্রমুখ। আগামী ২১ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। টিজার ইতিমধ্যেই ভাল সাড়া পেয়েছে দর্শকদের থেকে।
