সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
দ্বিতীয়বার মা হবেন ইলিয়ানা
বলি অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ নতুন বছরের প্রথম দিনই ভক্তদের চমকে দিলেন। নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও পোস্ট করেছেন 'বরফি' খ্যাত অভিনেত্রী। সেখানে নায়িকার স্পষ্ট ইঙ্গিত যে তিনি ফের গর্ভবতী। আগামী অক্টোবরে ফের মা হবেন, এমনই আভাস দিয়েছেন অভিনেত্রী। ২০২৩ সালে চুপিসারে বিয়ে করেন ইলিয়ানা ও মাইকেল। তাঁদের প্রথম সন্তান জন্মের সময়ও স্বামীর পরিচয় জানাননি ইলিয়ানা। সেই জন্য নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেত্রী। তবে এবার দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়ে নেটিজেনদের ভালবাসা কুড়িয়েছেন তিনি।
বন্ধ অহন-পূজার ছবি!
অহন শেঠি ও পূজা হেগড়ে প্রথমবার জুটি বাঁধছেন নতুন বছরে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় 'সানকি' মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৫-এর ১৪ ফেব্রুয়ারি। কিন্তু ছবিটি এই মুহূর্তে নাকি বাতিল করেছেন নির্মাতা, এমনটাই জানা যাচ্ছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, 'সানকি'র শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরেই। নানা গোলযোগের কারণে তা হয়নি। এবার নাকি ছবির কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
ফাঁস 'ধুরন্ধর' রণবীরের লুক
নতুন বছরের শুরুতেই বড় চমক দিলেন রণবীর সিং। সমাজ মাধ্যমে ফাঁস হল তাঁর আসন্ন ছবি 'ধুরন্ধর'-এর লুক। ছবির শুটিংয়ের কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। ওই ছবিগুলিতে রণবীরকে লম্বা দাড়ি, স্যুট-বুট এবং মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। রণবীরের এই ছবি সামনে আসতেই দারুণ উত্তেজিত তাঁর অনুরাগীরা।
