আজকাল ওয়েবডেস্ক: শেষ হতে হতেও যেন শেষ হচ্ছে না ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ বিতর্ক। এবার কৌতুকশিল্পী সময় রায়নার এই শো নিয়ে মুখ খুললেন শো-এরই আরেক শিল্পী অপূর্বা মুখিজা। ‘দ্য রেবেল কিড’ নামে পরিচিত অপূর্বা সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে বিস্ফোরক দাবি করেছেন শো-এর প্রতিযোগীদের নিয়ে, যা ফের একবার উস্কে দিচ্ছে বিতর্কের আগুন।
প্রসঙ্গত, রণবীরের বিতর্কিত মন্তব্যের সঙ্গে ভাইরাল হয়েছিল অপূর্বার কিছু কথাও। নেটিজেনদের একাংশ তীব্র আক্রমণ করেন তাঁকেও। এমনকী তাঁকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ কৌতুকশিল্পীর। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন তিনি। ভিডিওতে অপূর্বা জানিয়েছেন, যখন প্রথমবার সময় রায়নার অনুষ্ঠানে যাওয়ার ডাক পান তখন মারাত্মক উৎসাহিত হয়ে উঠেছিলেন। সময় তাঁকে বিচারকের আসনে বসার অনুরোধ করেন। নেট প্রভাবীর দাবি, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করে শ্যুটিংয়ে অংশ নেন তিনি।
কিন্তু শ্যুটিং শুরু হওয়ার পরেই তাল কাটতে থাকে। অপূর্বার কথায়, একটানা প্রায় ছয় থেকে সাত ঘণ্টা চলতে থাকে শ্যুটিং। গোটা সময়টা তিনি হাস্যরসাত্মক কথা বলার চেষ্টা করছিলেন। কিন্তু একটানা অতক্ষণ হাস্যরসের কথা বলা কঠিন। তাই বেশ চাপে পড়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত একটা সময় মেজাজ হারিয়ে ফেলেন তিনি। অপূর্বা বলেন, “একটি ছেলে ক্রমাগত আমার যোনি নিয়ে কথা বলতে থাকে।” সেই কথায় তিনি আঘাত পান। আর সেকারণেই মুখ ফস্কে বিতর্কিত মন্তব্য করে ফেলেন অপূর্বা। ভিডিওতে এমনই দাবি করেছেন কৌতুকশিল্পী। তবে ভবিষ্যতে তিনি নিজের মন্তব্য নিয়ে আরও সচেতন হবেন বলেও জানান অপূর্বা।
