সংবাদসংস্থা মুম্বই: ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ সদ্য মুক্তি পেয়েছে 'নাদানিয়া'। এই ছবির হাত ধরে অভিনয়ে অভিষেক ঘটল সইফ পুত্র ইব্রাহিমের। ইব্রাহিমের নায়িকার চরিত্রে দেখা গিয়েছে খুশি কাপুরকে‌। ছবিটি সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

 


সেই আবহেই এক পাকিস্তানি সিনেসমালোচক কড়া ভাষায় ইব্রাহিমের নিন্দে করেছিলেন। শুধু তাঁর অভিনয় দক্ষতা নিয়েই প্রশ্ন তোলেননি, এমনকী নাকের গড়ন নিয়েও খোঁচা দিয়েছেন। যা নজরে আসতেই পাল্টা কথা শোনাতে পিছপা হলেন না সইফ পুত্র।

 

ইব্রাহিম ওই পাকিস্তানি সমালোচকের উদ্দেশে লেখেন, "তামুর নামটা অনেকটা তৈমুরের মতোই। আপনি আমার ভাইয়ের নামটা পেয়েছেন, তবে কী পাননি জানেন? ওর মতো সুন্দর মুখ। আপনার মুখটা ঠিক আবর্জনার স্তূপের মতো। কোথায় কী বলতে হয়, সেই জ্ঞান নেই আপনার। নিজের কথা নিজের কাছে রাখতে পারেন না। আপনার কথাগুলো আপনার মতোই আবর্জনা। কুৎসিত দেখতে আপনি। আপনার জন্য আর আপনার পরিবারের জন্য কষ্ট হচ্ছে আমার। কোনওদিন যদি আপনাকে রাস্তায় হাঁটতে দেখি, আপনার মুখ বদলে দেব, আরও কুৎসিত বানিয়ে দেব।"

 


ইব্রাহিমের এই কথা শুনেও দমে যাননি ওই পাকিস্তানি সমালোচক। বরং তিনি বলেন, "এই তো এবার একদম ঠিক আছে। পর্দাতেও আপনাকে এমন ঝাঁজালো অবতারেই দেখতে চাই। ন্যাকাভাবে আপনার অভিনয় দেখতে চাই না। তবে হ্যাঁ, ওই নোস জবের কথাটা কুৎসিত রসিকতা ছিল, মানছি। আপনার বাবার অনেক বড় ভক্ত আমি। ওঁর নামটা দয়া করে ডোবাবেন না।"