সম্প্রতি, শোনা গিয়েছিল অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান হয়েছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির। গত শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের দুটি বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হলেন। এটাই তাঁদের বাগদানের পর প্রথম প্রকাশ্যে উপস্থিতি।

 

 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তাঁদের একাধিক ছবি ও ভিডিও। দেখা গেছে, দু’জনে হাত ধরাধরি করে পৌঁছেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত হরর-কমেডি ‘থাম্মা’-র স্ক্রিনিংয়ে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে একে অপরের দিকে মিষ্টি হেসে তাকাতে তাকাতে পোজ দিচ্ছেন তাঁরা। এরপর ওই সন্ধ্যাতেই তাঁরা হাজির হন এম্মে এন্টারটেনমেন্টের দীপাবলি পার্টিতে। এক ছবিতে দেখা যায়, রচিতের হাত আলতোভাবে রাখা হুমার কোমরে, দু’জনেই মুখে হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে। সেই রাতের জন্য হুমা বেছে নিয়েছিলেন কালো-সোনালি বেনারসি শাড়ি, গলায় মিনিমাল গয়না, আর রচিত ছিলেন কালো কুর্তা-পায়জামায়।

 

 

এককথায় ‘গোপনে বাগদান’ এখন প্রকাশ্যে প্রেমে! গত মাসেই এক সূত্র জানিয়েছিল, হুমা ও রচিত নাকি বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। গত রবিবার রচিত তাঁকে যুক্তরাষ্ট্রে একটি একান্ত অনুষ্ঠানে প্রোপোজ করেন, আর হুমা ‘হ্যাঁ’ বলেন। অনুষ্ঠানটা খুবই ঘরোয়া ছিল। এখনও ঠিক হয়নি তাঁরা কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

এর আগে ২০২৪ সালের মার্চ মাসে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও গৌরী খানের আয়োজিত এড শিরানের পার্টিতে। সেখান থেকেই জল্পনা শুরু। তাঁদের পারস্পরিক বন্ধু গায়িকা আকাশা সিং-এর একটি ইনস্টাগ্রাম পোস্ট আরও জোরালো করে গুজব। তিনি ছবির ক্যাপশনে লিখেছিলেন-“তোমাদের এক টুকরো স্বর্গের জন্য শুভেচ্ছা হুমা!”


রচিত সিং অভিনয়ের পাশাপাশি একজন জনপ্রিয় অভিনয়ের প্রশিক্ষক যিনি আলিয়া ভাট, রণবীর সিং ও ভিকি কৌশল-এর মতো তারকাদের প্রশিক্ষণ দিয়েছেন। অভিনয় জগতে তিনি আত্মপ্রকাশ করেছেন সিরিজ ‘কোর্মা কলিং’-এর মাধ্যমে। অন্যদিকে, হুমা কুরেশির সামনে একগুচ্ছ বড় প্রজেক্ট। তিনি শিগগিরই দেখা দেবেন ‘সিঙ্গল সালমা’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন সানি সিং ও শ্রেয়াস তলপাড়ে। ছবিটি পরিচালনা করেছেন নচিকেত সামন্ত। তাছাড়া, ৭ নভেম্বর সোনি লিভ-এ মুক্তি পাচ্ছে হুমা অভিনীত বহুল প্রতীক্ষিত সিরিজ ‘মহারানী’-র চতুর্থ সিজন, পরিচালনায় পুনীত প্রকাশ।